সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, December 2, 2014

ছোট কাপড় পরে থাপ্পড় (ভিডিও সহ)

Gauhar Khan

টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন বলিউড অভিনেত্রী গওহর খান। আচমকা দর্শকসারি থেকে একজন সরাসরি মঞ্চে হাজির। সেখানে গিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিনেত্রীর গালে বসিয়ে দিলেন থাপড়। ভারতের মুম্বাই শহরে গত রোববার এ ঘটনা ঘটে। খবর পিটিআইয়ের।

পুলিশ জানায়, টিভি রিয়েলিটি শো ‘র স্টার’-এর চূড়ান্ত পর্বের শুটিং চলছিল গত রোববার। ‘র স্টার’ হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস-এ সম্প্রচারিত গানের প্রতিযোগিতা। গওহর খান এতে উপস্থাপিকা হিসেবে কাজ করেন। রোববার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের কাজ চলার একপর্যায়ে একজন দর্শক সেখানে হাজির হয়ে তাঁর ওপর হামলা করে বসেন এবং হুমকি দিতে থাকেন। ওই দর্শক বলতে থাকেন, ‘একজন মুসলিম নারী হিসেবে গওহরের এমন স্বল্পবসন পরে টিভির সামনে হাজির হওয়া ঠিক হয়নি।’

হামলাকারীর নাম মোহাম্মদ আকিল মল্লিক বলে জানিয়েছে পুলিশ। তিনি অভিনেত্রী গওহর খানকে থাপড় দেওয়ার পাশাপাশি তাঁকে অসংগতভাবে স্পর্শও করতে শুরু করেন। তবে ঘটনাস্থলে নিযুক্ত নিরাপত্তাকর্মীরা অবিলম্বে হামলাকারীকে পাকড়াও করে।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক বিলাস চবন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৪ ও ৫০৬ ধারায় তিনটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ তিনটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা, কোনো নারীর শালীনতা নষ্ট করার চেষ্টা করা এবং কাউকে ভয়ভীতি প্রদর্শন করা। গতকালই অভিযুক্ত মল্লিককে আদালতে হাজির করার কথা ছিল।

গওহর খান বলিউডের প্রায় আধা ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। রকেট সিং ও সেলসম্যান অব দ্য ইয়ারসহ বিভিন্ন চলচ্চিত্রে নিজের অভিনয়দক্ষতা ফুটিয়ে তুলে তিনি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন। এ ছাড়া গত বছর গওহর খান টিভি রিয়েলিটি শো বিগ বস-এ বিজয়ী হয়ে সবার নজর কাড়েন।

Saturday, October 25, 2014

নতুন জীবনে আফসান আরা বিন্দু।

জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন আফসান আরা বিন্দু। আক্দ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে তাঁর। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল শুক্রবার রাত ১০টায় একেবারে ঘরোয়া পরিবেশে বিন্দুর আক্দ সম্পন্ন হয়। বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার।
খুব শিগগির সুবিধাজনক সময়ে বিন্দু তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।
বিন্দু জানান, ‘একেবারে পারিবারিকভাবে আমাদের আক্দ অনুষ্ঠান হয়েছে। আসিফের পরিবারের সবাই আমাকে তাঁদের পরিবারের একজন মনে করেন। এমন একটি পরিবার পাওয়া যেকোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমি অনেক বেশি আনন্দিত।’
নয় মাস ধরে যেকোনো ধরনের শুটিং থেকে নিজেকে বিরত রাখছেন বিন্দু। এই সময়টাতে যে নাটকগুলো প্রচারিত হয়েছে, এসবের শুটিং অনেক আগে করা বলে জানান তিনি। বিন্দুর ভক্তদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে, এখন থেকে শোবিজে আর কোনো ধরনের কাজে অংশ নেবেন না তিনি। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলেও নিশ্চয়তা দেন বিন্দু। তিনি বলেন, ‘আমার পক্ষে আসলে একসঙ্গে দুটি বিষয় চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন থেকে নিজেকে পুরোপুরিভাবে পরিবারের কাজে নিয়োজিত করতে চাই।’

Tuesday, October 21, 2014

নিজের একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান সানি লিওন


পর্ন তারকা লিওন এখনো বলিউডে নবীণ অভিনেত্রী। তবে স্বল্প সময়ে বলিউডেও হট ও হিট এই তারকা। এই পর্ন তারকা কীভাবে নীল দুনিয়া থেকে বেরিয়ে এসে বলিউডে পা রাখলেন? কেমন ছিল সেই জগতটা। এবার মন উজার করে জানালেন তিনি।


সাধারণত, নীল ছবির জগত এমন একটি জগত যেখানে স্বইচ্ছায় কেউ যেতে চায় না। সে জায়গায় জোর করেই নিয়ে যাওয়া হয়। বহু তরুণী ভাগ্যের কারণে নীল দুনিয়ায় ঢুকতে বাধ্য হন। তবে সানি লিওনের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। কারোর চাপে পরে নয়, নিজের ইচ্ছাতেই নীল দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাই এর জন্য কোনো আক্ষেপও নেই সানির।


সম্প্রতি নিজের বাসনার কথা জানিয়ে সবাইকে আরো একবার চমকে দিলেন সানি। জানালেন, নিজের একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান


তিনি।


এ বিষয়ে সানি বলেন, আমি এবার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চাই, যাতে নিজের ও অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারি। আর


ব্যবসায়িক দিক থেকে যদি ভাবি তাহলে এই প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত।”


পর্ন ছবির জগত ছেড়ে বেরিয়ে আসা নিয়ে সানি বলেন, ২০১১ সালে একটি গুগল সার্চ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। গুগল ঘাটতে ঘাটতে হঠাৎই


তিনি দেখতে পান বিগ বস-এর মুম্বাইয়ের প্রোডাকশন দল পর্ন ছবির অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসেবে। সেটা আমার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিল।


হাসতে হাসতে সানি লিওন বলেন, আমি ও আমার স্বামী ওরফে ম্যানেজার ড্যানিয়েল ওয়েবার বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগ বস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারে। ব্যস চলে এলাম।”


তবে সানি এখন পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী হয়েছেন। সেকারণেই ফিরে তাকাতে চান না পেছনের সেই দিনগুলোতে। বলিউডেই তার ক্যারিয়ার হবে এমনটাই মনে করছেন এই অভিনেত্রী। ভবিষ্যতে তিনি তার মনকাড়া অভিনয় দিয়ে বলিউড মাতাবেন এমন আসা করতেও ছাড়েননি।

Monday, March 31, 2014

‘তারকাঁটা’ হবে বছরের সেরা চলচ্চিত্র

লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম, মিডিয়াতে যাত্রা শুরু করেন ২০০৭ সালে। প্রথম দিকে মডেলিং আর নাটকের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখলেও, ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন। তারপর থেকেই চলচ্চিত্রে স্থায়ী আসন করে নিতে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন মিম। তার অংশ হিসেবে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন তিনি।

 
বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে শুনুন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম-এর কথা।
‘তারকাঁটা’...
টিভি নাটকে অনেক অভিনয় করেছি। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছি। কিন্তু ‘তারকাঁটা’ সম্পূর্ণ ব্যতিক্রমী একটি চলচ্চিত্র। যার পাণ্ডুলিপি থেকে শুরু করে নির্মাণশৈলী একেবারেই অতুলনীয়। গল্পের সঙ্গে আমার চরিত্রটি মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আশা করছি ‘তারকাঁটা’ এ বছরের সেরা চলচ্চিত্রগুলোর একটি হবে।

বিজ্ঞাপনে বিরতিহীন...
চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও বিরতিহীন ভাবে কাজ করছি। গত সপ্তাহে অমিতাভ রেজার পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেছি।  শিগগিরই  ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি বিস্কুট ও চকলেটের বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হবে।
 
এছাড়া গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে কাজ করেছি। ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনটি অনএয়ারে যাওয়ার পর থেকেই ভক্তদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পাচ্ছি। তবে কৃতিত্বটা বিজ্ঞাপনটির নির্মাতা পিপলু ভাইয়ের বেশি প্রাপ্য।

নাটকে ব্যস্ততা...

নাটক আমার পেশা, তাই ব্যস্ততা তো থাকবেই। তবে এখন আর ধারাবাহিক নাটকে কাজ করছি না, শুধুমাত্র খণ্ড নাটকেই অভিনয় করেত চাই। কারণ ধারাবাহিকে কাজ করতে হলে, যে সময়টুকু দেয়া দরকার তা এখন চলচ্চিত্রে দিচ্ছি। সম্প্রতি ‘পুতুল পুতুল খেলা’ নামে একটি খণ্ড নাটকের শ্যুটিং শেষ করেছি। ইসরাফিল বাবুর রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন নাঈম। শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
চলচ্চিত্র ভাবনা...
আমার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। তারপর জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলাম। সেসময় এই চলচ্চিত্রের ‘এক বিন্দু ভালোবাসা দাও’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
দীর্ঘদিন আগে ইমনের সঙ্গে ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রটির শ্যুটিং শেষ করেছিলাম। আগামী মাসে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবিতেও ইমনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি। আগামীতে এমন চলচ্চিত্রে কাজ করতে চাই, যা দর্শকদের মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে।
অভিনয়ের বাইরে...
অভিনয়ের বাইরে আমি আরো একটি কাজের সঙ্গে জড়িত। সেটা হলো লেখালেখি, ছোট বেলা থেকেই আমি একটু একটু করে এটা করে আসছি। তাছাড়া সাহিত্যের ছাত্রী হিসেবে লেখালেখির অভ্যাসটা তো থাকা চাই।  ২০১১ সালে প্রকাশিত হয় আমার প্রথম বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। সর্বমেষ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় আমার প্রথম উপন্যাস ‘পূর্ণতা’।

নতুন আঙ্গিকে চলচ্চিত্রে ফিরছেন ওমর সানি-মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় তারকা ওমর সানি-মৌসুমী এবার নতুন আঙ্গিকে চলচ্চিত্রে ফিরছেন। এই দুই জুটি নিয়ে ছবিও নির্মাণ হতে চলেছে বেশ কটি।

সম্প্রতি তরুণ চিত্রপরিচালক দিলশাদুল হক শিমুলের পলিটিক্যাল থ্রিলার মুভি ‘লিডার’-এ নতুন রূপে আসছেন এই তারকা জুটি। ওমর সানি ও মৌসুমীকে নিয়ে ঢাকার বাইরে একাধিক জেলায় টানা কাজ করলেন। ছবিটির কাজও প্রায় শেষ পর্যায়ে।

এ বিষয়ে নির্মাতা শিমুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সেই পুরোনো ওমর সানি-মৌসুমী ক্রেজটাকেই এই ছবিতে আমি ধারণ করেছি। কারণ গেল ২৬ মার্চে আমি ‘লিডার’ ছবির দ্বিতীয় প্রমোটা রিলিজ করি।এই প্রমো দেখে অনেকেই অবাক হয়ে আমাকে ফোন করেছেন ওমর সানি-মৌসুমী জুটি যেন সেই আগের আদলেই ফিরে এসেছেন।’

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘শিমুল খুবই নিখুঁত কাজ করে। ওর ছবিতে গল্প বলার ভাষাটা একটু আলাদা মনে হয়েছে। আমার মনে হয় এই পরিবর্তনটা আরও আকর্ষণ জোগাবে।’

এ বছরের কোনো সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেবেন বলে জানান নির্মাতা।

নতুন বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিপুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নতুন আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
সর্বশেষ সনক মিত্রের পরিচালনায় গন্ধরাজ হেয়ার অয়েল'র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণ একের পর এক ছবিতে অভিনয় করে চলছেন। শুধু তাই নয়; নাটক-টেলিছবির পাশাপাশি বিজ্ঞাপন নিয়েও দারুণ ব্যস্ত তিনি।
এক কথায়, অভিনয় অঙ্গনের চারদিকেই তার জোয়ার বয়ে চলছে। গত সপ্তাহে নতুন আরেকটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নিপুণ। নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় প্রসাধনী প্রতিষ্ঠান ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এ বিজ্ঞাপনে নিপুণকে একেবারেই নতুনরূপে দেখা যাবে।
নিপুন বলেন , “সবসময়ই চেষ্টা করেছি আমি ভালো প্রোডাক্টের ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে। নঈম ইমতয়াজ নেয়ামুল ভাইয়ের কাছে বিজ্ঞাপনটির কনসেপ্ট শুনার পর ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভীষণ ভালোলাগবে।”
নিপুন জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে গত সপ্তাহে রাঙ্গামাটি থেকে চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালনায়  ‘কার্তুজ ’ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন সোহান খান। মোহাম্মদ হোসেন পরিচালিত ’আই ডোন্ট কেয়ার’ ছবির আউটডোর শুটিং-এর কাজও শেষ করেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী ও আদি।
নিপুণ আরো জানান, শাহ আলম কিরণের '৭১-এর মা জননী' ছবির শুটিং কিছুদিন আগে শেষ করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন। জি সরকারের 'লাভ ২০১৪' ছবির কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। এতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। এছাড়া ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর' ছবির ডাবিংয়ের কাজ খুব শিগগিরই শুরু করবেন তিনি। প্রতিটি ছবি নিয়েই নিপুণ যথেষ্ট আশাবাদী।
গাজী শুভ্রর পরিচালনায় 'প্রাণ আপ'র বিজ্ঞাপনের মধ্য দিয়ে তার মডেলিংয়ে অভিষেক ঘটেছিল। শাহ আলম কিরণের 'সাজঘর' ও মোহাম্মদ হোসেনের 'চাঁদের মতো বউ' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। নিপুণ সর্বশেষ মাসুদ সেজানের 'রেড সিগন্যাল' ধারাবাহিকে অভিনয় করেন। 

Sunday, March 30, 2014

জ্যাকুলিন ফার্নান্দেজ-এর দ্বৈত রূপ

মিস শ্রীলঙ্কা মুকুট মাথায় উঠার পর ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অল্প সময়ে ‘হাউজফুল’, ‘মার্ডার-২', ‘রেস-২‘সহ বেশকিছু ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। গত বছর ভূষণ কুমার প্রযোজিত ও বিক্রম সিং পরিচালিত ‘রয়’ ছবির কাজ শুরু করেন তিনি।
এ ছবিতে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করছেন বলিউডের চকলেট বয়খ্যাত অভিনেতা রণবীর কাপুর। এখানে রয় চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সম্প্রতি ছবিটি নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে কথা বলেছেন জ্যাকুলিন।
তিনি বলেছেন, ‘আগের ছবিগুলোতে আমার অভিনয়ের জায়গা ছিল সীমিত। তবে রয় ছবিতে দর্শক আমাকে (আয়েশা ও টিয়া) নামে দ্বৈত চরিত্রে দেখতে পাবেন। আর এ ছবিতে দর্শক নতুন এক জ্যাকুলিনকে দেখতে পাবেন।’
তবে মাঝে সালমানের খানের সাথে ‘কিক’ ছবির শিডিউল নিয়ে ঝামেলায় ছিলেন এই অভিনেত্রী। দুটি ছবির কাজই এ বছর শেষ হচ্ছে। তবে জ্যাকুলিন অভিনীত ‘রয়’ ছবিটি এ বছরের ১২ সেপ্টেম্বর মুক্তি পাবার কথা রয়েছে।

ধ্বংসের মুখে আঁচলের ক্যারিয়ার!

শুরুটা ‘ভুল’ সিনেমার মধ্য দিয়ে। ভাবা হয়েছিল হয়তো সিনেমাটি সবার আগ্রহ কুড়াবে। কিন্তু তার আগেই ‘বেইলী রোড’ সিনেমার মধ্য দিয়ে আঁচল প্রেক্ষাগৃহে উপস্থিত হন। আর তার দ্বিতীয় সিনেমা হিসেবে মুক্তি পায় ‘ভুল’। তবে পর পর দুটি সিনেমার কোনটিতেই আঁচল তেমন কোন সাড়া ফেলতে পারেনি। তবে কি অচিরেই ডুবতে বসেছে আঁচলের ক্যারিয়ার?
তার মধ্যেই খড়কুটোর মতো পরের দুটি সিনেমাকে আগলে ধরেন আঁচল। এ দু’টি সিনেমাতে তিনি দ্বিতীয় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা দুটি হলো ‘ভালোবাসার রংধনু’ ও ‘এ কেমন প্রেমের গল্প’। ‘ভালোবাসার রংধনু’ সিনেমাতে আঁচলের নায়ক হিসেবে আছেন নাইম এবং সিনেমার কেন্দ্রীয় নায়িকা হচ্ছেন এ্যানী। সিনেমাটি পরিচালনা করেছেন নাবিল আশরাফ।
আর ‘এ কেমন প্রেমের গল্প’ সিনেমাতে আঁচলের নায়ক আরেফিন শুভ। এবং এ সিনেমার মূল নায়িকা চরিত্রে আছেন আইরিন। কিন্তু দুঃখজনক যে, এই সিনেমা দুটিই আটকে আছে আজ প্রায় ৩ বছর। এরই মধ্যে আঁচল বিয়ে করেছিলেন। ‘এ কেমন প্রেমের গল্প’ সিনেমার প্রযোজক সামীকে বিয়ে করেন তিনি। তবে তাও টিকেনি। অল্প কয়েক দিনের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। উপয়ান্তর না দেখে আঁচল আবারও সিনেমাতে অভিনয়ে মনোযোগী হন এবং কয়েকটি সিনেমাতে অভিনয় করেন।
খুব অল্প সময়ের মধ্যেই শাহিন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ এবং সাফিউদ্দিনের পরিচালনায় ‘প্রেম প্রেম পাগলামী’ সিনেমাতে অভিনয়ে এ নায়িকা সবার দৃষ্টি কাড়েন। সিনেমা দুটিতে তার নায়ক ছিলেন বাপ্পী। এরপর আঁচলকে নিয়ে কয়েকজন নির্মাতা একাধিক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় নির্মিত এবং নির্মাণাধীন সিনেমাগুলো হচ্ছে ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’, ‘স্বপ্ন যে তুই’ এবং ‘কিস্তিমাত’। সিনেমা তিনটি নিয়েই আঁচল বেশ আলোচনায় আছেন।
এরমধ্যে নির্মাণাধীন রয়েছে মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘স্বপ্ন যে তুই’ এবং আশিকুর রহমানের পরিচালনায় ‘কিস্তিমাত’। ‘স্বপ্ন যে তুই’ সিনেমাতে আঁচলের নায়ক হিসেবে আছেন ইমন এবং ‘কিস্তিমাত’-এ আরেফিন শুভ। তবে আঁচল অভিনীত এ যাবত কালের সর্বাধিক আলোচিত সিনেমা ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’। সাফিউদ্দিনের পরিচালনায় এ সিনেমা নিয়ে আলোচনার মূল কারণ হচ্ছে, সিনেমাতে আঁচলের নায়ক হিসেবে আছেন শাকিব খান।
মালয়েশিয়ায় চিত্রায়িত এ সিনেমাটি আসছে ৪ঠা এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এখন অপেক্ষায় আছেন সিনেমাটিতে ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে আঁচলের জুটিটা কেমন হয় তা দেখার। কারণ, শাকিব-আঁচল জুটি এবারই প্রথম জুটি হয়ে পর্দায় উপস্থিত হচ্ছেন। আঁচলের এই সিনেমাটি দর্শক গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হলে চলচ্চিত্রে তার এগিয়ে চলা হুমকির মুখোমুখি হবে বলে অভিমত ব্যক্ত করেছেন এ মাধ্যমের অনেকেই।
এ প্রসঙ্গে আঁচল বলেন, আমি কাজ করতে করতে শিখেছি। এ যাবত আমার অভিনীত একাধিক সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের সিনেমা মুক্তি নিয়ে ভিন্ন অনুভব কাজ করছে আমার মধ্যে। কারণ, এই সিনেমাতে ঢালিউডের কিং শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছি। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী।

কলকাতা-বাংলাদেশের যৌথ প্রযোজনায় 'আমি শুধু চেয়েছি তোমায়'

বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনায় সিনেমা তৈরি নতুন কিছু নয়। 'পদ্মা নদীর মাঝি' থেকে শুরু করে 'হঠাত বৃষ্টি' এসবই যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়। এবারও বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘আমি শুধু চেয়েছি তোমায় ’। তবে কোথায় হবে সিনেমাটির শুটিং? বাংলাদেশি কোন কোন তারকারাই বা অভিনয় করতে যাচ্ছেন সিনেমাটিতে।
ইতোমধ্যেই কলকাতার শুটিং পর্ব শেষে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমার পুরো টিমটি এখন ঢাকায় অবস্থান করছে। আর সেই সুবাদে এবারই প্রথম ঢাকায় এলেন ভারতের বাংলা ছবির শিল্পী অংকুশ ও শুভশ্রী ।সিনেমাটি পরিচালনা করছেন দুজন, বাংলাদেশ থেকে অনন্য মামুন আর ভারতের অশোক পতি। বাংলাদেশের অভিনয়শিল্পীরা হলেন মিশা সওদাগর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডন, মেঘলা প্রমুখ।
সিনেমাটি পরিচালনা করছেন দুজন, বাংলাদেশ থেকে অনন্য মামুন আর ভারতের অশোক পতি। প্রযোজনা প্রতিষ্ঠান দুটি হলো বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এস কে মুভিজ। সিনেমাটির ভারতের অংশের শুটিং শেষ। বাংলাদেশের শুটিং কিছুটা বাকি আছে।
অনন্য মামুন জানান, সিনেমাটির অন্যতম কোরিওগ্রাফার শংকর আয়ার ঢাকায় এসেছেন। ছবির শুটিংয়ের জন্য বাছাই করা লোকেশনগুলো গতকাল শনিবার তাঁকে নিয়ে দেখা হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে এসব লোকেশনে শুটিং হবে। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।
অনন্য মামুন বলেন, “আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। এই তিনটি চরিত্রে অভিনয় করছেন অংকুশ, শুভশ্রী ও মেঘলা। এরই মধ্যে আমরা ভারতের দার্জিলিংয়ে শুটিং করেছি। এবার বাংলাদেশে কাজ করার পর ছবির শুটিং পুরোপুরি শেষ হবে।"

সানির বদলে আরেক সেক্সি কুইন অদিতি!

সমালোচকদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আপাতত বক্স অফিস কাঁপাচ্ছেন সানি লিয়ন৷ কিন্তু বক্স অফিসের সাফল্য দেখে একতা, সানি খুশি হলেও, সিনেমার সাফল্যকে বাঁকা চোখে দেখছেন ‘রাগিনি এমএমএস টু’-এর পরিচালক ভূষণ পটেল৷ আর বাঁকা কথায় জানিয়েছেন, ছবিতে সানিই বেশি প্রশংসা পাচ্ছে, ছবিটা নয়৷
তবে সানির প্রতি কোনো ক্ষোভ নেই ভূষণের৷ উলটে নিজেই বহু জায়গায় বলেছেন তার এমএমএসের একমাত্র ইউএসপি-ই ছিল সানি৷ তবে নিজের পরিচালনাকে ঝালিয়ে নিতে ফের কোমর বাঁধতে চলেছেন ভূষণ৷ আর এবারেও তৈরি করতে চলেছেন আরেকটি ভূতের ছবি!
ভূষণের কথায়, ‘আমার নতুন ছবি হরর নয়৷ একাবারে রোমান্টিক ভয়ের ছবি৷ ঠিক আমার প্রথম ছবি ১৯২০ –এর মতন৷ যেখানে প্রেম থাকবে, বদলা থাকবে আর থাকবে ভূত৷’
ভূষণ তার নতুন ছবিতে সানিকে নিচ্ছেন না৷ সানির জায়গায় ছবিতে আসতে চলেছেন অদিতি রাও হায়দরি৷ ভূষণের কথায়, ‘আমার নতুন ছবি অভিনয় কেন্দ্রিক৷ তাই সানি নয়, অদিতি-ই হবেন এই ছবির হিরোইন৷’
নতুন ছবির চিত্রনাট্য লেখা শেষ হলেও, আপাতত খোঁজ চলছে অন্যান্য অভিনেতার৷ চলতি বছরের মে মাস থেকেই শুরু হবে ভূষণের নতুন ছবির শ্যুটিং৷ এই ছবিটিও প্রযোজনা করবেন একতা কাপুর৷
সুত্র- ইন্টারনেট

নতুন চমক নিয়ে মাহিয়া মাহি ! (ভিডিও)

ক্যারিয়ারের শুরু থেকেই নিত্য-নতুন মেকাপ-গেটাপে পর্দায় হাজির হচ্ছেন এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতাই বজায় রেখে পথ চলছেন তিনি। প্রতিনিয়তই মাহি তার মহিমায় দর্শককে মুগ্ধ করে চলেছেন। পর পর তিনটি রোমান্টিক ছবি উপহার দিয়ে চলচ্চিত্রের নিজের পথ পাকাপোক্ত করে নিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি ছবিতেই যেন ব্যতিক্রমী এক মাহির দেখা মিলেছে।
শাকিব খানের বিপরীতে 'ভালোবাসা আজকাল' ছবিতেও মাহিকে দেখা গেছে নতুন সাজে। এদিকে বাপ্পির সঙ্গে 'তবুও ভালোবাসি' এবং 'কী দারুণ দেখতে' ছবি দুটোতেও তার ব্যতিক্রমী উপস্থাপনা দর্শককে রীতিমতো মুগ্ধ করেছেন।
এর পর পরই উপহার দিয়েছেন বহুল আলোচিত 'অগ্নি' ছবিটি। আর 'অগ্নি'র আলোচনা শেষ হতে না হতেই এবার 'দবির সাহেবের সংসার'। প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে।
প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। 'অগ্নি'র মতো 'দবির সাহেবের সংসার'ও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ফেসবুকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এ ছবিতে তাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
একের পর এক ক্যারিয়ারের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, "নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন দর্শকের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আশা করছি, 'দবির সাহেবের সংসার' ছবিটিও দর্শককে নতুনমাত্রার বিনোদন দেবে। এখানে সম্পূর্ণ নতুনরূপে দর্শক আমাকে দেখতে পাবেন। মাহি আরো বলেন, 'শুধু গল্প কিংবা লোকেশন নয়, এ ছবির গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সবমিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।"
এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। মাহি-বাপ্পি রোজ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে মাহিয়া মাহির মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে, 'দেশা-দ্যা লিডার', 'হানিমুন' এবং 'অনেক সাধের ময়না'।

এছাড়া তার হাতে একাধিক ছবির চিত্রনাট্য রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেগুলোয়ও কাজ করছেন।

Saturday, March 29, 2014

নাদিয়া-অপূর্বর ‘অভিমান’

কিছুদিন ধরেই অপূর্বর ওপর অভিমান করে আছেন অভিনেত্রী নাদিয়া। কোনো এক কারণে তাদের দুজনের মধ্যে চলছে মান-অভিমান। কাউকে কিছু বলছেনও না। তবে এ অভিমান ব্যক্তিগত নয়। নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রের মধ্যেই চলছে তাদের এ মান-অভিমান।
সম্প্রতি ইমদাদুল হক মিলনের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অভিমান’ নাটকে অভিনয় করছেন অপূর্ব ও নাদিয়া। এ নাটকেই প্রথম চয়নিকার নির্দেশনায় কাজ করলেন নাদিয়া। নাটকে অপূর্বর স্ত্রীর চরিত্রে রয়েছেন নাদিয়া এবং খালার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি।
অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, "নাটকটির গল্প দারুণ। নাদিয়ার সাথেও কাজ করে ভালো লেগেছে। দর্শকের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস।"
নাদিয়া বলেন, "দিদির সাথে এটা আমার প্রথম কাজ হলেও সবমিলিয়ে মনেই হয়নি যে আমি নতুন একটি ইউনিটের সাথে কাজ করছি। অনেক ভালো লেগেছে কাজটি করে।"

'রেডবক্স' প্রযোজিত 'অভিমান' নাটকটি আগামী ঈদে প্রচার হবে বলে জানান নির্মাতা।
উপরে