সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, February 11, 2014

বাস্তবিক খোলামেলা, অনন্য সাহসিকতায় নিপুণ


একজন অভিনেত্রীর বড় পরিচয় কী? জনপ্রিয়তার মাপকাঠিতে কত বড় নায়িকা? নাকি নান্দনিকতার বিচারে তিনি কতটুকু জীবনঘনিষ্ঠ অভিনয়শিল্পী

অবশ্য এই দুই ধারার মানদণ্ডেই নিজেকে সার্থক প্রমাণ করেছেন নিপুণ। বাণিজ্যিক ধারার গ্ল্যামারাস নায়িকা হিসেবে যেমন স্বীকৃত, বিকল্প ধারার চ্যালেঞ্জিং চরিত্রেও মেধার স্বাক্ষর রেখেছেন সব ক্ষেত্রে সমান মাননসই এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭১-এর মা জননী ছবিতে নির্যাতিতা তবুও সাহসিনী জননীর চরিত্রে নিজেকে তুলে ধরেছেন নিপুণভাবে।

প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নিতান্তই বাণিজ্যিক কারণে খোলামেলা পোশাকে নায়িকার দেহসৌষ্ঠব প্রদর্শন আমাদের দেশে নতুন নয়। শারীরিক সৌন্দর্য উপস্থাপনের স্টাইল নিয়ে বিতর্ক সৃষ্টিও প্রচারণার অংশ হিসেবে ধরা হয়। কিন্তু প্রশ্ন হল বাস্তবতার ছোঁয়া কতটুকু থাকে সেসব দৃশ্যে? অনুদানের সিনেমা ৭১-এর মা জননীতে নিপুণও কয়েকটি দৃশ্যে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ভিন্নভাবে হাজির হয়েছেন নায়িকা নিপুণ। লেখক সাংবাদিক আনিসুল হকের জননী সাহসিনী উপন্যাস অবলম্বনে ৭১-এর মা জননী চলচ্চিত্রের সম্পাদনার কাজ চলছে এখন।

নিপুণ একাত্তরের মা জননী। মুক্তিযোদ্ধাও। নিজের স্বামী-সন্তান এমনকি নিজের সম্ভ্রম হারিয়েও পাকিস্তানি হানাদারদের সঙ্গে লড়াই করেন অসীম সাহসিকতায়। গ্রামের এক কুলবধূ হয়েও অস্ত্র হাতে শত্রুর মুখোমুখি হন। সম্মুখ সমরে অসংখ্য নিরস্ত্র অসহায় মানুষের নির্যাতনকারীদের রুখে দেন।

ছবিতে নিপুণ আগুন ছাড়াও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, . . মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণ, মোরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ প্রমুখ। সিনেমা ছাড়াও আই ডোন্ট কেয়ার, আপসহীন, লাভ ইন কোরিয়া, মায়ের মমতাসহ বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন অভিনেত্রী নিপুণ।

No comments:

Post a Comment

উপরে