সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Thursday, February 27, 2014

দুধে হাত দেবেন না, জেনে নিন দুধের অজানা অদ্ভুত ব্যবহার !

ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ দুধ স্বাস্থ্যের জন্য কতোটা উপকারী তা বলাই বাহুল্য। যে কোনো বয়সে সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর দুধ খাওয়া অনেক বেশি কার্যকরী। দুধ খেলে নানান ধরণের রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু দুধের ব্যবহার শুধুমাত্র খাওয়া এবং এর পুষ্টিগুনের মধ্যেই সীমাবদ্ধ নয় এর রয়েছে আরও অনেক ব্যবহার।

হ্যাঁ, সর্বগুণ সম্পন্ন এই দুধের রয়েছে কিছু অদ্ভুত ব্যবহার যার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। দুধের এই ব্যবহারগুলো সমাধান করবে দৈনন্দিন কিছু সমস্যাও।


Wednesday, February 26, 2014

Kareena Kapoor's Nude Video::কারিনা কাপুরের নগ্ন ভিডিও ফাঁস (ভিডিও)


এবার ফাঁস হয়ে গেছে বলিউড সেক্স সিম্বল ও পাতৌদীর নবাব বাড়ীর বৌ কারিনা কাপুর খান-এর নগ্ন ভিডিও। আর তা নিয়ে পুরো বলিউডে তোলপাড় শুরু হয়ে গেছে। এ অভিনেত্রীর ওই নগ্ন ভিডিও নিয়ে মিডিয়ায়ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ভিডিওটি ইউটিইউবেও ছড়িয়ে পড়ছে। খবরের শিরোনাম একটু গোলমেলে ঠেকছে কি! শাহরুখ খান, জন আব্রাহাম কিংবা হৃতিক রোশনের মতো বলিউডের অভিনেতারাই তো সিক্স প্যাকের জন্য সুপরিচিত। এবার তাদের দলে নাম লেখাতে যাচ্ছেন হিরোইন তারকা কারিনা কাপুর খান। শুদ্ধি ছবিতে চরিত্রের প্রয়োজনে সিক্স প্যাক গড়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। কিন্তু এরই মাঝে কারিনা কাপুর খান-এর টেপলেস একটি ভিডিও ইউটিইউবে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটিতে বস্ত্র ছাড়াই দেখা গেছে কারিনাকে। ধারণা করা হচ্ছে- নিজ বাসার সিসি ক্যামেরা থেকে এ দৃশ্য ইউটিইউব পর্যন্ত গড়িয়েছে।

Monday, February 24, 2014

ব্যস্ত সময় পার করছেন গীতিকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শফিক তুহিন।

চলচ্চিত্রের সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন গীতিকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শফিক তুহিন। গান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার কথা --

যেমন আছি..
গতকাল (শনিবার) সারারাত কার্নিভ্যাল মোশন পিকচার প্রযোজিত একটি ছবির সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ শেষ করতে রীতিমতো ভোর হয়ে গেছে। এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম। 
মেজাজটা ফুরফুরে... 
মুক্তিপ্রাপ্ত 'অগি্ন' ছবির দুটি টাইটেল সংয়ের সঙ্গীতায়োজন করেছি। গানগুলোর ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি। তাই মেজাজটা ফুরফুরে বলতে পারেন। এই ছবির 'আমি অগি্ন, আমি ধ্বংস, আমি নিন্দিত, নৃশংস' শিরোনামের গানটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন লেমিস ও লাবণ্য নামের দুজন তরুণ কণ্ঠশিল্পী। 

দুর্ধর্ষ কমেডি ধাঁচের ছবি নিয়ে আবার সালা. লাভলু

দুর্ধর্ষ কমেডি ধাঁচের একটি গল্পের ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন সালাহউদ্দিন লাভলু। প্রথম চলচ্চিত্র মোল্লাবাড়ির বউয়ের পর পেরিয়ে গেছে আট বছর। আবার ছবি পরিচালনা করবেন তিনি। তাঁর এবারের ছবি কোর্ট ম্যারেজ।
লাভলুর ভাষায়, "দুর্ধর্ষ কমেডি ধাঁচের একটি গল্প নিয়ে কাজ করছি। ছেলেটিকে হঠাত করেই বিয়ে করতে হয়। বিয়ের খবর সে কাউকে জানাতে পারেনি। এমনকি বাবা-মাকেও না। ফলে নতুন বউকে নিয়ে তাকে নানা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।"
লাভলু জানান, তাঁর এবারের ছবিতে অভিনয় করবেন বাপ্পি, মাহি, মীর সাব্বির ও আবুল হায়াত। ছবির শুটিং শুরু হবে আগামী ১০ জুন। শুটিং হবে ঢাকার পাশেই, শহরতলির কোনো এলাকায়। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জহির বাবু। যৌথভাবে প্রযোজনা করছেন মতিউর রহমান পানু ও অজিত নন্দি। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। ছবির মহরত হবে আগামী মার্চ মাসের মাঝামাঝি।
লাভলু বলেন, "মোল্লাবাড়ির বউ ছবির দারুণ ব্যবসায়িক সাফল্যের পর আমার দ্বিতীয় ছবির ব্যাপারে অনেকেরই আগ্রহ তৈরি হয়। আমি নিজের মধ্যেও একটা চাপ অনুভব করি। মানে এমন একটি ছবি তৈরি করতে হবে, যাতে দর্শক আরও বিনোদন পান। এ পর্যন্ত ১০টি গল্প শুনেছি। এর মধ্যে কোর্ট ম্যারেজ ছবির গল্পটা খুব পছন্দ হয়েছে।"

মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মেহজাবীন!

মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন মডেল-অভিনেত্রী মেহজাবীন। ২০০৯ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। পাশাপাশি খণ্ড নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্রেও সমানভাবে ব্যস্ত হয়ে পড়েন। তবে মেহজাবীন এখন পড়াশোনাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
কিন্তু কিছুদিন ধরে ধারাবাহিক নাটক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মেহজাবীন। গত ৪ বছরে ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও এখনো রুপালি পর্দায় পদার্পণ করতে পারেননি তিনি। তাই চলচ্চিত্রের ওপর তার বেশ অভিমানও বটে। ক্যারিয়ারের শুরুর দিকে সালাহউদ্দিন লাভলুর 'ওয়ারিশ' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ছবিটি আর আলোর মুখ দেখেনি। স্বপন আহমেদের 'পরবাসিনী'র শুটিং শেষ করলেও ছবিটি মুক্তি পাবে কবে, তার কোনো খোঁজ-খবর জানেন না মেহজাবীন।
সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুবোশহর' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এই ছবিটির শুটিং শুরু হওয়া নিয়েও নানা রকম সংশয় রয়েছে তার। তাই আপাতত চলচ্চিত্রের কথা ভাবতে চান না মেহজাবীন। ইদানীং তাকে খণ্ড নাটকেও খুব একটা দেখা যাচ্ছে না। তবে কি তিনি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন-এই প্রশ্ন এখন অনেকের চোখেমুখে উঁকিঝুঁকি মারছে।
ধারাবাহিক নাটক সম্পর্কে তিনি জানান, সর্বশেষ তাকে 'ইউনিভার্সিটি' শিরোনামের ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকের প্রস্তাব পাওয়া সত্ত্বেও অভিনয়ে সম্মত হননি। আগামীতেও আর ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছা নেই তার।
চলচ্চিত্র সম্পর্কে জানান, এ নিয়ে আপাতত তার কোনো পরিকল্পনা নেই। বিষয়টি ভবিষ্যতের ওপরই ছেড়ে দিয়েছেন। তবে আগামীতে বিজ্ঞাপনচিত্র এবং খণ্ড নাটকের কাজ নিয়মিত চালিয়ে যাবেন।
উল্লেখ্য, বর্তমানে তিনি উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ও ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে ফ্যাশনের ওপর আন্তর্জাতিক মানের পোশাক ডিজাইন করার পরিকল্পনা রয়েছে তার।

Sunday, February 23, 2014

আদর্শ গৃহিণীর ভুমিকায় র‍্যাম্প মডেল রুহি

দৃপ্ত পায়ে এগিয়ে চলছেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহিকে এবার দেখা যাবে আদর্শ গৃহিণীর ভূমিকায়। আগামী নারী দিবস উপলক্ষে ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের শিরোনামহীন খন্ড নাটকটির পটভূমি গড়ে উঠেছে পরিবার সংগঠনে নারীর ভূমিকা নিয়ে। আগামী ২৬ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে। দিলরুবা ইয়াসমিন রুহি মিডিয়ায় র‌্যাম্প মডেল হিসেবে যাত্রা শুরু করলেও এখন অভিনয়ই যেন তার আরাধনার মূল পাঠ।
এ প্রসঙ্গে রুহিমাধ্যমকেকে বলেন, "আমি মানসম্মত স্ক্রিপ্ট ছাড়া অভিনয় করতে মোটেও আগ্রহী নই। তবে সমাজ সচেতনতামূলক গল্পনির্ভর নাটকে অভিনয় করতে সবসময় মুখিয়ে থাকি। আমি আশা করছি, নাটকটি এ প্রজন্মের নারীদের জন্য একটি বার্তা বহন করবে।"
ছোটপর্দার খন্ড নাটক ছাড়াও রুহি একাধিক চলচ্চিত্রে নিয়মিত শুটিং করছেন। এরই মধ্যে তিনি ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর 'সংগ্রাম' ছবির শুটিং শেষ করেছেন। সম্প্রতি তিনি ছবির প্রচারণা চালাতে লন্ডনে গিয়েছিলেন। সেখানে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে 'সংগ্রাম' ছবির ট্রেইলার দেখানো হয়।
এ প্রসঙ্গে রুহি বলেন, "এমন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অংশ নিতে পেরে আমি সত্যি আনন্দিত। আমি মনে করি, বাংলাদেশিদের মতো একটি ভিন্ন কমিউনিটির সংস্কৃতির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে তারা যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যি প্রশংসনীয়।"

ছবি
'সংগ্রাম' ছবিতে রুহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক আমান। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুম্বাইয়ের বিখ্যাত অভিনেতা অনুপম খের। ছবিটি আগামী এপ্রিলে একযোগে ৩২টি দেশে মুক্তি পাবে।
বর্তমানে অনিমেষ আইচের 'জিরো ডিগ্রি' ছবির শুটিং করছেন। ইতোমধ্যেই ছবির ৮০ ভাগ শুটিং শেষ করেছেন তিনি। ২৯ ফেব্রুয়ারি তিনি আবারো ছবির শুটিং শুরু করবেন। ছবির বাকি অংশের শুটিং হবে সিঙ্গাপুরে। ছবিতে তিনি মাহফুজ আহমেদ বিপরীতে অভিনয় করছেন। এছাড়া অচিরেই ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেবেন বলে রুহি জানিয়েছেন।

উল্লেখ্য, রুহি ২০০৬ সাল থেকে র‌্যাম্পের সঙ্গে জড়িত। এ পর্যন্ত তিনি প্রায় ৪০০ দেশি-বিদেশি র‌্যাম্প শোতে অংশগ্রহণ করেছেন। হুন্দাই ও ডায়মন্ড ওয়ার্ল্ডের মডেল হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেন। র‌্যাম্পের প্লাটফর্ম ছাড়িয়ে এখন অভিনয়েও রুহি নিজেকে প্রমাণ করে চলেছেন।

বলিউডের অভিনেতা মনীষের বাড়ির সুইমিং পুলে পাঁচদিনের গলিত শিশুর লাশ!

শনিবার বলিউডের অভিনেতা মনীষ বহেলের মহারাষ্ট্রের খারেগাঁওয়ের পারসিক হিল এলাকার বাংলো বাড়ির সুইমিং পুল থেকে সদ্যোজাতকের লাশ উদ্ধার করল সেখানকার স্থানীয় পুলিশ।
বাবা মার মৃত্যুর পরে জন্মসূত্রে বাংলোটির মালিক হন মনীষ। পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচদিন ধরে সুইমিং পুলে পড়ে ছিল দেহটি। ফলে শিশুটির লিঙ্গ নির্ধারণ করতেও বেগ পেতে হচ্ছে। কিভাবে ওই সদ্যোজাতকে মনীষ বহেলের বাংলোর সুমিং পুলে ফেলা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানায়, বাচ্চাটির বয়স এক সপ্তাহের বেশি হবে না। বাচ্ছার লাশটিকে ময়না তদন্তের কাজে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এবারই প্রথম বাংলাদেশের ছবিতে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান

বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন বলিউডের অন্যতম প্লেব্যাক তারকা ‘শীলা কি জাওয়ানি খ্যাত’ সুনিধি চৌহান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণাধীন চলচ্চিত্র ‘তারকাঁটা’ ছবির ‘বন্ধন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি। গানটির কথা লিখেছেন কবির বকুল আর সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।
চলতি সপ্তাহে এ গানটির শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, নিঃসন্দেহে সুনিধি চৌহান উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। সে হিসেবে ভালই লাগছে। যতটুকু শুনেছি গানটি তিনি ভালই গেয়েছেন। এর আগে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তার আর গাওয়া হয়নি। সে হিসেবে তাকে আমার লেখা গানটির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি। এদিকে গানটির রেকর্ডিংয়ের সময় মুম্বইতে উপস্থিত ছিলেন নির্মাতা রাজ।
তিনি সুনিধির বরাত দিয়ে বলেন, গানটি সুনিধি অসাধারণ গেয়েছেন। আন্তরিকতার কোন কমতি ছিল না। গানটির কথা-সুর-সংগীতের প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে গাওয়ার।
রাজ আরও বলেন, রেকর্ডিংয়ের ফাঁকে সুনিধি ঢাকার অনেক মজার গল্প করেছেন। বলেছেন, যতবার তিনি ঢাকায় কনসার্টে এসেছেন ততবারই একরাশ মুগ্ধতা নিয়ে মুম্বই ফিরেছেন। কারণ, ঢাকা নাকি গানপাগল আর অতিথিপরায়ণ মানুষে ভরা।
‘তারকাঁটা’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান পিং-পং এন্টারটেইনমেন্ট সংবাদমাধ্যমকে জানায়, শীঘ্রই শুটিং শেষ করে বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার জোর প্রস্তুতি চলছে। ‘তারকাঁটা’য় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে আসছেন আরেফিন শুভ-বিদ্যা সিনহা মীম। বিশেষ চরিত্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী।

সিমানার জীবনের দ্বিতীয় অধ্যায়।

ছোট পর্দার নতুন মুখ সীমানা। সম্প্রতি এই প্রিয়মুখের বিয়ের কথা শোনা যাচ্ছে। 

এ বিষয়ে সীমানা বলেন, 'বছর খানেক ধরেই বাবা-মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। অবশেষে পরিবারের তোপের মুখে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকভাবে এগোলে এ বছরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পরিকল্পনা রয়েছে।' 

কেমন পাত্র পছন্দ-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন অর্থশালী এবং সুন্দর মানুষ সহজলভ্য হলেও, মনের মতো পাত্র খুঁজে পাওয়া দুষ্কর। তাই পাত্র বাছাইয়ের ক্ষেত্রে উদার মনমানসিকতার পুরুষকেই বেশি প্রাধান্য দিচ্ছি।' 

তিনি বলেন, 'হবু স্বামী চাইলে আমি অভিনয় ছেড়ে দেব। কারণ আমার কাছে আমার পরিবারের সুখই সবার আগে। তবে আমি মনে করি, আমার হবু স্বামী কখনো এমনটি বলবেন না। কারণ তিনি তো আমাকে জেনে-শুনেই বিয়ে করবেন।'

তবে কি মাহি প্রেমে পড়েছেন?

এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি শত ব্যস্ততারে মাঝেও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহারেপ্রচন্ড মনোযোগী হয়ে পড়ছেন। 

তবে বলা চলে সম্প্রতি মাহি ফেসবুকের প্রেমে পড়েছেন। মাহি তার ফেসবুক একাউন্ট থেকে বেশ ঘন ঘন স্ট্যাটাস এবং ছবি শেয়ার করে তার দর্শক-ফ্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কখনও আবার তার একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাসের পরপরই ফ্যানদের প্রশ্ন আর মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে মাহির স্ট্যাটাসে। 

মাহির পোষ্ট করা শুটিং এর ছবি থেকে শুরু করে তার বাসার বিছানায় অথবা হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি থাকছে তার ফেসবুক টাইমলাইনে। কখনো বাংলা আবার কখনো ইংরেজি উচ্চারণে ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে মাহি তার কাজ এবং লক্ষ্য নিয়ে কথা বলছেন। 

বাংলা চলচ্চিত্রে যখন নায়িকার অভাব ছিল বা দু:সময় যাচ্ছিলো তখন তিনি চলচ্চিত্রে পা রেখেছিলো এবং সফলতার সঙ্গে এ পর্যন্ত কাজ করেও যাচ্ছেন। চলচ্চিত্রের সঙ্গে জড়িতো কিছু ব্যক্তি বলেও ফেলেছেন বাংলা চলচ্চিত্রটাকে ফিরিয়ে এনেছেন মাহিয়া মাহি।

সানি লিওনের সিনেমা দেখতে বয়সের নির্দিষ্ট গণ্ডি পেরোতে হবে!

বলিউডের জনপ্রিয় পর্নোস্টার সানি লিওনকে বেশকিছু দিন যাবত বিশেষ কোনো ওয়েবসাইট খুঁজে দেখা যাচ্ছে না। যেকোনো মুভি চ্যানেল কিংবা মিউজিক চ্যানেল খুললেই দেখা যায় তাকে। তবে পর্নোস্টার বলে কথা, বলিউডে ঘাঁটি গাড়লেই কি মুছে যাবে গায়ের শর্ত প্রযোজ্য ট্যাগ? তা নয়। 

একদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে একের পর এক ছবিতে নিজেকে হাজির করছেন দর্শকের সামনে, তেমনি দৈর্ঘ্য-প্রস্থে ছোট পোশাকে ইন্দো কানাডিয়ান এই তারকাকে দেখে তারা পাচ্ছেন আবেদনময়ী সানির আস্বাদ। তবে তার জন্যও শর্ত প্রযোজ্য। বয়সের নির্দিষ্ট গণ্ডি পূরণ না করলে অধরাই থেকে যাবে রাগিণী রূপে তার ভয়ঙ্কর প্রেমকাহিনি। রাগিণী এমএমএস টু ছবির ট্রেলার মুক্তির পর এখন পর্যন্ত দর্শক সংখ্যা ছাড়িয়েছে প্রায় দশ লাখ। 

খোলামেলা বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় ভিডিওতে হুমড়ি খাচ্ছে মূলত কম বয়সী দর্শক, এমনটাই ভাবছেন সমালোচকেরা। তবে ইন্টারনেটে কোনো সেন্সরশিপ না থাকলেও ইউটিউবের নিয়মানুযায়ী ছবিটিতে প্রাপ্তবয়স্কদের ট্যাগ লাগিয়ে দিল কর্তৃপক্ষ। ফলে শুধু সার্চ করেই আর দেখা সম্ভব হবে না এই ছবির ট্রেলার। ই-মেইল আইডি ব্যবহার করে প্রবেশ করতে হবে রাগিণীর এমএমএস এ। 

কিন্তু কেউ কেউ ভাবছেন ইউটিউব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে একতা কাপুরের এ ছবির প্রচারণার পালে আরেক দফা হাওয়া লাগল। অবশ্য শর্তের এই বেড়াজাল পাত্তা দেন না সানি। 'টিনা অ্যান্ড লোলো' ছবির পরে তামিল একটি সিনেমায় অভিনয়ের তোড়জোড়ে ব্যস্ত আছেন তিনি।

মিজান জেনির ভালোবাসা !

রোদেলাকে ভালোবেসে রোদ বলে ডাকতেন ইরফান। ইরফানের সেই ভালোবাসার পৃথিবী থেকে এক সময় হারিয়ে যায় রোদ। রোদ আসবে বলে অপেক্ষায় কেটে যায় ইরফানের সারাটি জীবন। জীবনের শেষপ্রান্তে এসে দেখা মিলে রোদের। কিন্তু তখন কী রোদও ইরফানের মতো একা ছিলেন?
এমনই এক গল্পের নাটক ‘রোদ আসবে বলে’ রচনা ও পরিচালনা করেছেন আশরাফ দীপু। খুব শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক।
নাটকটিতে ইরফান চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, "এ নাটকের স্ক্রিপ্টটি আমাকে পরিচালক প্রায় একবছর আগে দিয়েছিলেন। বলা যায় একটি বছর ধরেই চরিত্রটি আমার মনে লালন করে এতে অভিনয় করেছি। অসাধারণ একটি নাটক হয়েছে। জেনিও অসাধারণ অভিনয় করেছেন।"
জেনি বলেন, "নাটকটি শ্রীমঙ্গলে শুটিং হয়েছে। মানুষের জীবন যে কতো ঘটনাবহুল তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলদ্ধি করেছি। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।"
নাটকটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিলয়। এদিকে মাজনুন মিজান এরইমধ্যে শেষ করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘মজনু মিয়ার ভাতের হোটেল’ নাটকটি। এ নাটকে তার সহশিল্পী ছিলেন রিচি সোলায়মান ও মৌসুমী হামিদ।
জেনি এম আর মিজানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘নগর আলো’র শুটিং শুরু করেছেন। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত জাকারিয়া সৌখিন রচিত ধারাবাহিক ‘নীল রঙ্গের গল্প’।

ফেসবুকে সাকিবের দুঃখপ্রকাশ

শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডের সময় ড্রেসিং রুমে অশোভন আচরণের জন্য অবশেষে ক্ষমা চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে দুঃখ প্রকাশ করেন তিনি।
ফ্যান পেজে বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে দুঃখ প্রকাশ করে সাকিব লিখেছেন- “প্রিয় সমর্থক ও ভালোবাসার ক্রিকেট দল, গতকালের ম্যাচে আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। হঠাত আউট হয়ে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি আবেগ সামলাতে পারিনি। অনেকে আমাকে আদর্শ মনে করেন। ফলে এভাবে প্রতিক্রিয়া প্রকাশ না করাই উচিত ছিল। বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করব। টাইগাররা এগিয়ে যাও!—সাকিব আল হাসান।”
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডেতে অহেতুক একটি শট খেলে আউট হন সাকিব। টিভি রিপ্লেতে আউট হওয়ার দৃশ্য বারবার দেখানোর এক পর্যায়ে মেজাজ হারিয়ে অশোভন আচরণ করেন। এ আচরণের দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও তিন লাখ টাকা জরিমানা করে।

এবার পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে মম


পরিচালক রাকিবুল আলমের ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে একটি গানের অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মমকে। এর আগে কখনোই এ ধরনের দৃশ্যে পর্দায় আসেননি তিনি। গানটিতে মম’র সাথে আছেন আনিসুর রহমান মিলন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে মম বলেন, ‘দীর্ঘ বিরতির পর ছবির শুটিং শুরু করার আগে খুব ভয় হচ্ছিল। শুটিংয়ের আগের দিন তো ভয়ে জ্বরই এসে গিয়েছিল। বিরতির পর শুটিংয়ে ফিরে প্রথম দিনে মনে হচ্ছিল, প্রথম অভিনয় করছি। প্রথম মঞ্চে কাজ করার সময় যে রকম মনে হয়েছিল, ঠিক সে রকমই লেগেছে। ছবির গানের দৃশ্যগুলো করার সময় আমরা অনেক মজা করেছি।’
১৫ জানুয়ারি ঢাকার অদূরে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের স্টুডিওতে মম অভিনীত প্রথম চলচ্চিত্র 'প্রেম করবো তোমার সাথে' ছবির শুটিং শুরু হয়েছিল।
প্রসঙ্গত, ‘দারুচিনি দ্বীপ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব জয়ী জাকিয়া বারী মম। ১৯৯৫ সালে তিনি নৃত্যে নতুন কুঁড়ি পুরস্কার জিতেছেন।

জীবনের অন্ধকার অধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে যেতে চান সারিকা !

সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী সারিকা আবার সরব হয়েছেন টিভি পর্দায়। এবার পহেলা বৈশাখে নির্মিত নাটক ‘এপার-ওপার’এ অভিনয় করতে দেখা গেছে সারিকাকে। নীরবের সঙ্গে প্রেমের অবসান, নির্মাতাদের সাথে বোঝাপড়ার সমস্যার কারণে মিডিয়া থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন সারিকা।
গত কয়েকমাসে কোন বিজ্ঞাপনের কাজ করেননি সারিকা। নাটক-টেলিছবিতেও তার চোখে পড়ার মতো উপস্থিতি ছিলনা। এমনকি মিডিয়া কেন্দ্রিক কোনো অনুষ্ঠানেও যেতেন না এই উঠতি নায়িকা। প্রেমের অবসানের কারণে সারিকা হতাশ সময় পার করছেন বলে মন্তব্য করেছিলেন সমালোচকরা। তবে সারিকা জানিয়েছিলেন, তিনি আর আগের মতো সহজলভ্য হতে চান না মিডিয়ায়। তাই ভালো কাজের অপেক্ষায় আছেন।
নির্মাতারও সারিকার বিষয়ে অনেকটা নেতিবাচক ছিলেন। নীরবের সাথে প্রেম চলাকালীন সময়ে শুটিংয়ে দেরীতে আসা, শিডিউল ফাঁসানো, কাজের প্রতি উদাসীনতা, ড্রাগ আসক্তি এসব কারণে সারিকার উপর ভরসা করাই দায় বলে দাবি করেছেন বেশ কয়েকজন নির্মাতা। সম্পর্ক ভাঙ্গনের পর নীরবকে মিডিয়ায় সরব দেখা গেলেও খোঁজ মেলেনি সারিকার। ভক্তরাসহ মিডিয়ার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন সারিকার এই হঠাত প্রস্থানে। তবে সেসব দুঃসময় কাটিয়ে আবার কাজে ফিরেছেন এই প্রতিভাবান অভিনেত্রী। সজলের সঙ্গে ‘এপার ওপার’ নাটকে সারিকাকে প্রাণবন্ত অভিনয়ে পেয়েছেন দর্শকরা।
তিন বছর মডেলিং করার পর ২০০৯ সালে টিভি নাটকে অভিনয় শুরু করেন সারিকা। আশুতোষ সুজনের পরিচালনায় রবীন্দ্র জয়ন্তীর বিশেষ নাটক ‘ক্যামেলিয়া’তে অভিনয় করেন তিনি। সমসাময়িক অন্য অভিনয়শিল্পীদের তুলনায় খুব অল্প সময়ে টিভি নাটকে নিজের আলাদা একটা অবস্থান তৈরি করে নিতে সক্ষম হন তিনি। এরপর সিনেমাতেও অভিনয় করার সুযোগ পান।
সম্প্রতি দেখা যাচ্ছে জীবনের অন্ধকার অধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন সারিকা। প্রিয় ডট কমের পক্ষ হতে এই সম্ভাবনাময় অভিনেত্রীর জন্য নিরন্তর শুভকামনা।

ফিল্মফেয়ারের প্রচ্ছদে ‘গুলাব গ্যাং’

গুলাব গ্যাং পর্দায় আসছে আগামি ৭ই মার্চ। কিন্তু এর মধ্যেই ছবিটি বেশ নাম কামিয়েছে। কারন হিসেবে ছবি বোদ্ধারা জুহি-মাধুরী জুটিকেই দেখছেন। এই প্রথম জুহি চাওলা ও মাধুরীকে দেখা যাবে পর্দায়। ছবিটি ইতিমধ্যে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের জায়গা করে নিয়েছে।
ছবিটিতে ফুটিইয়ে তোলা হয়েছে উত্তর প্রদেশের মহিলা দল গুলাব গ্যাং নিয়েই মূলত ছবিটি তৈরি করা হয়েছে। এটি জুহি-মাধুরীর প্রথম ছবিই নয়, এটি জুহি চাওলার প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করা একটি ছবি।

শুটিংয়ে করতে গিয়ে আহত জয়া


জিরো ডিগ্রি ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন জয়া আহসান। ছবির পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘সম্প্রতি আমরা রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের পাশে শুটিং করেছি। তখন একটি দ্রুতগতির ট্রেনের সামনে থেকে ঝাঁপ দেওয়ার দৃশ্যের শুটিংয়ে অংশ নেন জয়া। ট্রেনটি আসার কিছুক্ষণ আগে ঝাঁপ দেওয়ার নির্দেশনা থাকলেও দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করতে জয়া মাত্র কয়েক সেকেন্ড আগে ঝাঁপ দেন। ওই সময় জয়ার পুরো মনোযোগ ছিল অভিনয়ের দিকে। সাবধানতা অবলম্বন না করায় তিনি পায়ে মারাত্মক ব্যথা পান আর কোমরের মাংসপেশিতে টান লাগে। এরপর জয়া তীব্র ব্যথা অনুভব করেন এবং চিকিতসকের পরামর্শ নেন।’
অনিমেষ আইচ জানান, এই ব্যথা নিয়েই জয়া শুটিং অব্যাহত রাখেন। গত শনিবার কারওয়ান বাজারে ছবির কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার পর জয়া আরও অসুস্থ হয়ে পড়েন। জয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ডামি ব্যবহারের সিদ্ধান্ত হলেও শুটিংয়ে জয়া নিজেই অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মীর রাব্বি।
গতকাল রোববার জয়া জানান, চিকি
তসক তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
জিরো ডিগ্রি ছবির কাজ এখন শেষ পর্যায়ে। আর মাত্র ১০ দিনের শুটিং বাকি আছে। এর মধ্যে পাঁচ দিন শুটিং হবে সিঙ্গাপুরে। ছবিতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, মীর রাব্বি প্রমুখ।

প্রেক্ষাগৃহে আবার রিয়াজ-পূর্ণিমা


সব ধরনের জটিলতাকে পাশ কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র ‘লোভে পাপ পাপে মৃত্যু’। আর এ ছবিটির মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় জুটি হয়ে এলেন রিয়াজ ও পূর্ণিমা। ভালোবাসা দিবস উপলক্ষে প্রথমদিকে ৩০টি প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি দেওয়া হয়। আগামী সপ্তাহে আরও ৪০টির মতো নতুন প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন ছবিটির পরিচালক সোহানুর রহমান সোহান।

পরিচালক সোহান বলেন, ‘চার বছর আগে ছবিটির কাজ শুরু করেছিলাম। নানা কারণে একটু সময় নিয়ে ছবিটির শুটিং করতে হয়েছে। আমরা ৩৫ মিমি প্রযুক্তি ব্যবহার করে ছবিটির শুটিং করেছিলাম। এরপর ছবিটিকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করি। তারপর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি গত বছর মুক্তি দেওয়ার ব্যাপারে কথাবার্তাও চূড়ান্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। তা ছাড়া গত বছর দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না থাকায় ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে।’

এদিকে ছবিটি দেরিতে মুক্তি দিয়ে একরকম স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন সোহান। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে দেরি হওয়ায় ভুল হয়নি। এরই মধ্যে প্রেক্ষাগৃহ মালিক ও বুকিং এজেন্ট থেকে প্রাপ্ত তথ্যমতে ছবিটি দারুণ ব্যবসা করছে। আর এটি সম্ভব হয়েছে বাণী ও বিনোদন-সমৃদ্ধ গল্প এবং রিয়াজ-পূর্ণিমার প্রতি দর্শকদের আগ্রহের কারণে। আর তাই আগামী সপ্তাহে নতুন আরও ৪০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।’
নতুন ছবিটি প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘চার বছর আগে ছবিটির শুটিং করেছিলাম। ছবির গল্পটি সবারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

এদিকে এখনকার ছবি প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির ছবির নামে এখন অনেক কিছুই হচ্ছে, এসব ছবির সঙ্গে নিজেকে যুক্ত করার কোনো ইচ্ছে নেই। তবে খুব ভালো গল্প আর ভালো নির্মাতার কাজ অবশ্যই করব।’

উল্লেখ্য, রিয়াজ-পূর্ণিমা জুটির অনেক ছবি জনপ্রিয়তা পেয়েছে। এসব ছবির মধ্যে ‘মনের মাঝে তুমি’, ‘হূদয়ের কথা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’ উল্লেখযোগ্য।

পুরুষের কাছে নারী নিশ্চিতভাবে যা চায়

পুরুষ হিসেবে নারীকে আপনার কি দুর্বোধ্য মনে হয়? আপনি কি মনে করেন নারীকে বোঝা চূড়ান্ত রকমের কঠিন? নারীর ভাবনার কূল-কিনারা করতে গিয়ে কি আপনি গলদঘর্ম হচ্ছেন? চিন্তা নেই, আপনি একা নন। একজন নারী তাঁর নীরবতা দিয়ে যেমন অনেক কথা বলতে পারেন, তেমনি একজন পুরুষও কিছু না বলে কথা বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। আপনার সঙ্গিনী কী বলতে চাইছে, তা বুঝতে হলে প্রয়োজন শুধু গভীর মন দিয়ে শোনা। এটা মোটেও বিজ্ঞানের কোনো খটমটে বিষয় নয়। আপনাকে শুধু তার প্রতি সংবেদনশীল হলেই চলবে। সঙ্গিনী আপনার কাছে যে তিনটি জিনিস নিশ্চিতভাবে প্রত্যাশা করে, তা এখানে দেওয়া হলো:

সৎ আর আস্থাভাজন হন

একজন নারীর কাছে সঙ্গীর সততা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নারীর কাছে সব কথা অকপটে খুলে বলার মতো সত্ সাহস থাকতে হবে আপনার। কখনো যদি তিনি ধরে ফেলেন আপনি মিথ্যা বলছেন, তাহলে আপনাকে ক্ষমা করবেন না। তবে ভুল করে তা অকপটে স্বীকার করলে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। তাহলে তিনি আপনাকে নিশ্চিন্তে বিশ্বাস করবেন এবং নির্দ্বিধায় আপনার ওপর আস্থা রাখবেন। এটা তাঁর কাছে অনেক কিছু। একজন নারী এমন সঙ্গী চান, যার ওপর নির্ভর করা যায়।

মন দিয়ে শুনুন

সম্পর্কটাকে টেকসই করতে গেলে আপনাকে শ্রবণশক্তির দক্ষতা বাড়াতে হবে। সঙ্গিনীর সব সমস্যা শোনার জন্য একটা কান পেতে দিয়ে রাখুন। সব সময় যে এসব সমস্যার সমাধান দিতে হবে, তা নয়। তিনি তা চানও না। তাঁর প্রত্যাশা, আপনি সব সমস্যার কথা শুনে যাবেন। তাঁর কথার ওপর কোনো রায় দেবেন না, কোনো মন্তব্য নিয়ে সমালোচনা করবেন না। আপনার সঙ্গে তাঁকে আবেগের বন্ধন তৈরি করার সুযোগ দিন।

পরিণত হন

সবাই জানে, পুরুষের আগে নারী পরিণত হয়, পূর্ণতা পায়। এই পরিপক্বতা নিয়ে নারী যে সারা জীবন এগিয়ে থাকবেন, এটা তিনি নিজেও চান না। নারীও চান তাঁর সঙ্গীটির জীবনবোধ একই রকম পরিপূর্ণ থাকুক। তিনি চান তাঁর সঙ্গীটি হবে ধীরস্থির, শান্ত ও নিয়ন্ত্রিত। আপনি তাঁকে দেখান যে ভয় পাওয়ার মতো বিষয়গুলোকে এড়িয়ে চলেন না, বরং সাহস নিয়ে মোকাবিলা করেন। আবেগ প্রকাশ করা মাঝেমধ্যে ভালো, তবে আপনাকে এটাও দেখাতে হবে যে আপনি হিসেব-কিতেব করে ঝুঁকিও নিতে পারেন। সঙ্গীর ওপর নির্ভর করতে পারার বিষয়টি নারী খুব পছন্দ করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

Saturday, February 22, 2014

বিরাটের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলংকা থেকে মুম্বাইয়ে আনুশকা!

সাপ্তাহিক ছুটির একটি দিন হাতে পেয়েই আনুশকার হঠাৎ মুম্বাইতে আগমন, তাও আবার এমন এক সময়ে যখন ‘কাকতালীয়’ভাবে বিরাটও মুম্বাইতেই আছেন, এর পেছনে কারণটা কী? শত ব্যস্ততাতেও বিরাট কোহলির জন্য ঠিকই সময় বের করে নিচ্ছেন শত তরুণের হৃদয় হরণ করে নেয়া আনুশকা শর্মা!
সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যাপের ‘বোম্বে ভেলভেট’ সিনেমার শ্যুটিং-এ একটু ফাঁক পেয়েই শ্রীলংকা থেকে একছুটে উড়ে এলেন মুম্বাইতে। শ্রীলংকা ছেড়ে কাজের ফাঁকেই মুম্বাইতে আনুশকার হঠাৎ এই প্রত্যাবর্তন অবাক করে দিয়ে তার মা-বাবাকেও।
এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজকাল নাকি সত্যিই আনুশকা বিরাটের অত্যন্ত আপন মানুষে পরিণত হয়েছেন! আর কাজের ব্যস্ততার সময়েও কাজের দোহাই দিয়ে বিরাটের সঙ্গে দেখা না করার কাজটি তিনি মোটেই করেন না।
আনুশকার নাম প্রকাশে অনিচ্ছুক এই বন্ধুটি জানালেন, “সাপ্তাহিক ছুটির এই দিনটা আনুশকা বিরাটের সঙ্গেই বিশেষভাবে কাটাচ্ছেন!”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার নিয়ে দ্বিধায় চিত্রনায়িকা পপি

চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে দ্বিধায় রয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। গত দুই বছরেও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেননি তিনি। যে ছবিগুলোর শুটিং শেষ করেছেন, সেগুলোও মুক্তি পাচ্ছে না। এ নিয়ে পরিচালকদের মধ্যেও কোনো তোড়জোড় নেই। তাছাড়া তার অভিনীত কয়েকটি ছবি সেন্সরে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সব মিলিয়ে চলচ্চিত্রের ওপর আর ভরসা পাচ্ছেন না তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
জাহিদ হোসেনের 'লীলামন্থন' এবং নারগিস আক্তারের 'পৌষ মাসের পিরিতি' ও 'শর্টকাটে বড়লোক' ছবির শুটিং অনেক আগেই শেষ করেছেন পপি। কিন্তু এখনো এগুলো মুক্তি না পাওয়ায় প্রচন্ড হতাশ তিনি। তাছাড়া তার অভিনীত 'আদরের বড় ভাই' ও 'দ্য ডিরেক্টর' দীর্ঘদিন ধরে সেন্সরে আটকে রয়েছে। সাদ্দাম হোসেন মাসুমের 'বিয়ে হলো, বাসর হলো না' ছবিটি মুক্তি পাবে পাবে বলে পাচ্ছে না। এছাড়া জাকির হোসেনের 'চার অক্ষরের ভালোবাসা' ছবিটিরও কোনো খবর জানেন না পপি।
এ সম্পর্কে অক্ষেপের সুরে তিনি বলেন, "আমি সব ছবির কাজই সময়মতো করে দিয়েছি। কিন্তু পরিচালক-প্রযোজক ছবি মুক্তি না দিলে করার কিছু নেই।"
১৯৯৬ সালে 'আমার ঘর আমার বেহেশত' ছবির মাধ্যমে পপির রুপালি পর্দায় পদচারণা ঘটে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তার সহ-শিল্পী ছিলেন শাকিল খান। তবে পপি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'কুলি'। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। এরপরই প্রয়াত মান্নার প্রযোজনায় 'লাল বাদশা' ছবিতে অভিনয় করে পপির খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। গত ১৮ বছরের অভিনয় ক্যারিয়ারে পপি সহ-শিল্পী হিসেবে পেয়েছেন শাকিল খান, ওমর সানী, মান্না, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, আমিন খান, শাকিব খান, ইমন এবং নিরবকে। সর্বশেষ, বছর দুয়েক আগে তার 'গার্মেন্টস কন্যা' ছবিটি মুক্তি পায়।

মোদীর জন্য পোশাক ত্যাগ অভিনেত্রী মেঘনার !

নরেন্দ্র মোদীর সমর্থনে সবকিছুই ত্যাগ করেছেন তিনি। পোশাক খুলে নিজেকে পদ্মে শোভিত করেছেন। অথচ মোদীকে প্রায় চেনেনই না মডেল মেঘনা পটেল। ডিএনএকে দেওয়ার সাক্ষাতকারে প্রায় তাজ্জব করে দিলেন তিনি।
কিছুদিন আগেই বিবসনা হয়ে পদ্মফুলের বিছানায় শুয়ে মোদীর জন্য ভোট চেয়েছেন মেঘনা। কিন্তু সাক্ষাত্কারে
মোদীর পুরো নাম, গ্রামের নাম, জন্ম তারিখ কিছুই সঠিক ভাবে বলতে পারলেন না মেঘনা। অথচ মেঘনা নিজেও গুজরাতের বাসিন্দা। তিনি বলেন, "প্লিজ আমাকে পুনম পান্ডে, বীনা মালিক বা রাখি সওয়ান্তের সঙ্গে তুলনা করবেন না। আমি কোনও সস্তা প্রচারের জন্য কিছু করি না, মহত্ উদ্দেশ্যে দেশের ভালর জন্য প্রচার চালাচ্ছি আমি। মোদীই একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। দুর্নীতি, অসচ্ছ্বতা ও আলস্য থেকে দেশকে জাগাতে পারেন। মোদী আদকের নেতা। লক্ষ মানুষের হৃদয়ে বিরাজ করেন তিনি। উনিই সেরা। আপনারা মোদীর জন্য ভোট করুন।"
মোদীর সমর্থনে নিজের অনাবৃত ছবি আপলোড করার পর থেকেই কাজ করছিল না তাঁর ওয়েবসাইট। কিন্তু সমর্থনের এই পথ কেন বেছে নিলেন তিনি? মেঘনা বলেন, "মোদীজী একজন রাজনৈতিক নেতা। উনি মিছিল করবেন, বক্তৃতা দেবেন, নিজের পদ্ধতিতে প্রচার চালাবেন। আমি একজন অভিনেত্রী। আমি মনে করেছি এইভাবেই সবথেকে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। সবথেকে বেশি মানিুষের কাছে পৌছনো যাবে। যদি আমি শাড়ি পরে প্রচারে নামতাম তাহলে কি কেউ এতো কথা বলতো? এভাবে প্রচারের আলোতেও আসতে পারতাম না।"
শোনা গিয়েছিল বিজেপি টাকা দিয়েছিল মেঘনাকে ফটোশুটের জন্য। তবে মেঘনা বললেন, "এটা সম্পূর্ণ সাজানো কথা যেটা সব জায়গায় ছড়াচ্ছে। আমি আর কোনও বিকল্প পথ দেখিনি, কেউ আমাকে টাকাও দেয়নি। তবে কেউ যদি দেয়, আমি প্রস্তুত।" অন্যদিকে রাহুল গান্ধী ও ইউপিএ সরকার প্রসঙ্গে মেঘনা বলেন,"কংগ্রেসের দশ বছর সময়কালে দেশ শুধু ধর্ষণ, মিথ্যাচার ও প্রশাসনিক অক্ষমতা দেখেছে। এখন মোদীর আসার সময় এসেছে।"
আপাতত হিন্দি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করলেও মেঘনার স্বপ্ন হলিউড।
সূত্র: ২৪ ঘন্টা

অভিনব কড়া প্রতিবাদঃ খারাপ ছবির তালিকায় 'গুন্ডে' এক নম্বর

যশরাজ ফিল্মসের ‘গুন্ডে’ ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃতির অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে। পাশাপাশি আইএমডিবি সাইটে কড়া মন্তব্য করে রিভিউ লিখেছেন অসংখ্য মানুষ। শুধু তা-ই নয়, এই মুহূর্তে আইএমডিবি রেটিংয়ে সর্বনিম্ন পয়েন্ট ‘গুন্ডে’ ছবির দখলে। মাত্র ১.২ পয়েন্ট পেয়ে আইএমডিবি বটম হান্ড্রেড চার্টের এক নম্বরে অবস্থান করছে ‘গুন্ডে’ ছবিটি। ২ ও ৩ নম্বরে রয়েছে হলিউডের দুই ছবি ‘ফাইনাল জাস্টিস’ (১৯৮৫) ও ‘দ্য হটি অ্যান্ড দ্য নটি’ (২০০৮)।

আইএমডিবি সাইটে ঢাকা থেকে অনীক তাঁর ‘বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের পাঁয়তারা’ শিরোনামের রিভিউয়ে লিখেছেন, ‘এটা খুবই নিম্নমানের একটি চলচ্চিত্র যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়নি। পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য স্বাধীনতাযুদ্ধ করেছিল বাংলাদেশের আপামর জনগণ। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সাহায্য করেছিল। কিন্তু মূল যুদ্ধটা করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা। আমি ভেবে পাই না, বলিউডে কীভাবে এমন জঘন্য একটি ছবি নির্মিত হলো! এমন বাজে একটি ছবি দেখে সবাইকে সময় নষ্ট না করার পরামর্শ রইল আমার পক্ষ থেকে।’

কানাডা থেকে তানভীর লিখেছেন, ‘ছবিটির মাধ্যমে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছে। এটি নিঃসন্দেহে দর্শককে ভুল পথে পরিচালনা করবে। এমন বড় বাজেটের একটি ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছবিটির পরিচালকের প্রতি আমার অনুরোধ, ভবিষ্যতে কোনো ছবি নির্মাণের আগে সতর্কতার সঙ্গে ইতিহাস পড়ে নেবেন। আর তা সম্ভব না হলে কমেডি ঘরানার ছবি তৈরি করবেন।’

নিউইয়র্ক থেকে ভিকি লিখেছেন, ‘ছবিটির গল্প খুবই অশোভনভাবে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষদের এক অর্থে আক্রমণই করা হয়েছে। ১৯৭১ সালে তত্কালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। কোনোভাবেই সেটাকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলা যাবে না। যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করেছিল মাত্র। এর বাইরে আর কিছুই না। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশের জন্ম দিয়েছিল এদেশের মুক্তিযোদ্ধারা। স্বাধীন দেশের অভ্যুদয়ের পুরো কৃতিত্বটাই তাদের। অথচ ‘গুন্ডে’ ছবির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকেই পুরো কৃতিত্ব দেওয়ার হীন চেষ্টা চালিয়েছে যশরাজ ফিল্মস। এমন অসত্য তথ্যের ওপর ভিত্তি করে ছবি তৈরির বিষয়টি খুবই অপ্রত্যাশিত। ছবির নির্মাতাদের ধিক্কার জানানোর ভাষাও হারিয়ে ফেলেছি আমি।’
যুক্তরাজ্য থেকে আকাশ শ্রীবাস্তব লিখেছেন, ‘রোম্যান্স, ব্রোম্যান্স, আর চটুল গানের মিশেলে এক জগাখিচুড়ি তৈরি করেছেন ‘‘গুন্ডে’’ ছবির পরিচালক। ছবিটির প্রথম আধা ঘণ্টা দেখার পর যেকোনো দর্শকই ধরতে পারবেন যে এর চিত্রনাট্য খুবই দুর্বল। সংলাপগুলোও জঘন্য। প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া ছবিটিতে দেখার মতো আর কিছুই নেই। ছবিটি দেখার মানে সময় এবং অর্থের অপচয় ছাড়া আর কিছুই না।’
এমন আরও অসংখ্য নেতিবাচক রিভিউ লিখেছেন ক্ষুব্ধ দর্শকেরা। বলা যায়, এর মধ্য দিয়ে অসত্যের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা।   
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ‘গুন্ডে’ ছবিটি বলিউডে মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। একই দিন কলকাতায়ও বাংলা ভাষায় ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, অর্জুন কাপুর, ইরফান খান প্রমুখ। 
মুক্তির পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে ছবিটির বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ক্ষমাও চাওয়া হয়েছে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে।
এ প্রসঙ্গে বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে যশরাজ ফিল্মসের অফিসিয়াল ফেবসুক পাতায় লেখা এক বার্তায় বলা হয়েছে, ‘প্রিয় বন্ধুরা, আমাদের ছবিতে যেভাবে গল্প তুলে ধরা হয়েছে তাতে বাংলাদেশের অনেক ভাই তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। ছবিটির কাহিনি ও গল্প পুরোপুরি কাল্পনিক। কোনো জাতি, সমাজের বিশেষ কোনো গোত্র কিংবা কোনো ব্যক্তির প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের অভিপ্রায় আমাদের ছিল না। তার পরও বাংলাদেশি ভাইরা যদি আমাদের কাজ দেখে আহত হন কিংবা অশ্রদ্ধা প্রকাশ করা হয়েছে বলে মনে করেন, তাহলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমরা।’
‘গুন্ডে’ ছবিটির শুরুর দিকে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি হিন্দি ভাষায় বলা হয়, ১৬ ডিসেম্বর ১৯৭১ হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সেনা হিন্দুস্তানের সেনাদের সামনে আত্মসমর্পণ করেন। জন্ম হয় এক নতুন দেশ, বাংলাদেশ। ছবিটির শুরুর দৃশ্যে দেখানো হয়, ভারতীয় যোদ্ধাদের সামনে আত্মসমর্পণ করছেন পাকিস্তানি সেনারা।  আর জন্ম হচ্ছে বাংলাদেশের। পেছনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর পোস্টার।
‘গুন্ডে’ ছবিতে একাত্তরের মুক্তিযুদ্ধের ফুটেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখানো হলেও কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলা হয়নি। এর পরিপ্রেক্ষিতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও ব্লগে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, ছবিটির মাধ্যমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে।

দীপিকাকে সালমানের 'না'

সালমানের হাত ধরে বলিউডে উঠে এসেছে অনেক নতুন মুখ। কিন্তু অভিজ্ঞ সালমানের সঙ্গে এখনো কোনো কাজ করেননি বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘রাম-লীলা’ দিয়ে বলিউড মাতানোর পর দীপিকা হয়তো চাইছিলেন ‘দাবাং’ তারকার সঙ্গে এবার জুটি বাঁধবেন। কিন্তু দীপিকাকে না করে দিয়েছেন খান সাহেব।

দীপিকার ‘রাম-লীলা’ সুপারহিট। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বেশ কয়েকটি সুপারহিট ছবির সাফল্য। তাই বর্তমান সময়ের বলিউড সাম্রাজ্যের সম্রাজ্ঞীও বলা যেতে পারে দীপিকাকে। কিন্তু বলিউডে সালমান খানের সঙ্গে অভিনয় করতে তাঁকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ নতুন ছবিতে দীপিকাকে চাইছেন না সালমান।

সম্প্রতি জিনিউজের এক খবরে বলা হয়েছে, সালমান ও দীপিকাকে নিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু এই ছবিতে দীপিকাকে বাদ দিতে বলেছেন সালমান খান। কারণ, দীপিকার মতো ‘ব্যস্ত’ একজন অভিনেত্রীকে তিনি ছবিতে চান না।

এর আগে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়টিতে নাক গলাবেন না বললেও এখন সালমান উল্টো পথে হাঁটছেন। এর নেপথ্যে কী? সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। শাহরুখ-সালমান সম্পর্কের প্রভাব এ ক্ষেত্রে কাজ করতে পারে বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, ছবির সাফল্যে দীপিকার প্রভাব সালমানকে ছাপিয়ে যেতে পারে—এমন শঙ্কা থেকে অনিশ্চয়তায় ভুগছেন সালমান। এ কারণেই তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চাইছেন না।

শাহরুখ খানের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’, রণবীর সিংয়ের সঙ্গে ‘রাম-লীলা’, অর্জুন কাপুরের সঙ্গে ‘ফাইন্ডিং ফ্যানি’র মতো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেলেও সালমান খানের সঙ্গে কাজ করতে দীপিকাকে তাই আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

নিরীহ মেয়েটির বিভীষিকাময় একটি রাত

তখন সন্ধ্যা সাতটা। ভটভটির চেইন মাস্টার আরিফ বললেন, এই গাড়িটা এখন যাবে। মেয়েটি (২৬) ভটভটিতে উঠে বসেন। সঙ্গে সঙ্গে আরও ছয়জন যাত্রী উঠে বসেন। ভটভটির স্টিয়ারিং ধরেন আরিফুল। এর পরই রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ব্রিজের ওপর থেকে ভটভটিটি পুঠিয়ার উদ্দেশে ছেড়ে যায়। উত্তর দিকে এক কিলোমিটার গিয়েই চারঘাটের রামচন্দ্রপুর গ্রাম। চারদিকে অন্ধকার। পুঠিয়ার রাস্তা ছেড়ে ভটভটি এবার আমবাগানের ভেতরে ঢুকে যায়। মেয়েটির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় রাত।
অবস্থা বুঝতে পেরে মেয়েটি কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর স্বামীকে ফোন করে বিপদের কথা জানান। ইতিমধ্যে তাঁর স্বামী পুঠিয়া থেকে রওনা দিয়েছিলেন তাঁকে নিতে। কিছুক্ষণের মধ্যে তিনি ওই আমবাগানে এসে আর স্ত্রীকে খুঁজে পাননি। তৎক্ষণাৎ তিনি চারঘাট থানায় ফোন করেন। রাত ১২টার দিকে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সারা রাত ধরে খুঁজে অবশেষে ভোররাতে গ্রামের আলতাব উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হাতে ধর্ষণচেষ্টার শিকার হওয়া এ তরুণীর এই ঘটনা পুলিশ গতকাল শুক্রবার এভাবে সাংবাদিকদের জানায়।
পুলিশ জানায়, মেয়েটির কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে। সেখান থেকে তাঁর স্বামীর বাড়ি পুঠিয়ায় ফিরছিলেন। উদ্ধারের পর তিনি শুধুই কাঁদছিলেন। তিনি পুলিশকে জানান, দুর্বৃত্তরা প্রথমে তাঁর বোরকা ছিঁড়ে ফেলে। ব্যাগ ও মুঠোফোন কেড়ে নেয়। এরপর ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তদের মধ্যে তিনজন ছাড়া বাকিরা চলে যায়। এই তিনজন তাঁকে একটি ভ্যানে তুলে আরও নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। একটি বাড়ির পাশ দিয়ে ভ্যানটি যাওয়ার সময় তিনি ভ্যান থেকে লাফিয়ে পড়েন। দৌড়ে ওই বাড়ির ভেতর ঢুকে চিৎকার করতে থাকেন। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। এটাই আলতাব উদ্দিনের বাড়ি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, ওই দুর্বৃত্তরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। যাত্রীবেশে তারা মেয়েদের হয়রানি ও নির্যাতন করে থাকে। চেইন মাস্টার আরিফুলের বিরুদ্ধে এর আগে এ ধরনের অপকর্মের অভিযোগ আছে। ওসি বলেন, মেয়েটি উচ্চশিক্ষিত। মানসম্মানের ভয়ে হয়তো সব কথা বলছেন না। তবে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে স্বীকার করেছেন। এ অভিযোগে গতকাল সকালে চারঘাট থানায় মামলা করেন তরুণীর এক ভাই।
গোলাম মর্ত্তুজা বলেন, পুলিশ চেইন মাস্টার আরিফুলসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে। আরিফুলের স্বীকারোক্তি অনুযায়ী বাগাতিপাড়া উপজেলার জনী (২২) ও মোহাম্মদ আলী (৩০) এবং বাঘার আড়ানী গ্রামের জরিফ (২৬) নামে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজশাহীর আমলি আদালত-৫-এর বিচারক সালাহ উদ্দিন মেয়েটির জবানবন্দি রেকর্ড করেছেন।

স্বস্তিকার পুতুল নাচের ইতিকথা !

চলচ্চিত্রে রূপান্তরিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা। মেধাবী নির্মাতা সুমন মুখোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, শিগগিরই শুরু করবেন এ ছবির কাজ। চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে, চরিত্রায়ণ প্রায় শেষের দিকে। ছবিতে কুসুম চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সুমন মুখোপাধ্যায়ের বাবা বিখ্যাত মঞ্চ নির্দেশক অরুণ মুখোপাধ্যায় এই উপন্যাসটিকে উপস্থাপন করেছেন মঞ্চে। চেতনার ব্যানারে নাটকটি প্রশংসিত হয়েছে সর্বমহলে। বাবার কাজে অনুপ্রাণিত হয়েই ২০০৮ সালে সুমন পুতুল নাচের ইতিকথা নির্মাণে উদ্যোগী হন। তবে স্বত্ব গ্রহণ করে চিত্রনাট্য তৈরিতেই চলে যায় এত বছর।
টালিগঞ্জে জোর গুঞ্জন, সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে নায়িকা স্বস্তিকার সম্পর্কটা ঠিক বন্ধুত্বের সীমায় আটকে নেই। সুমনের হাত ধরে শেষের কবিতা ছবির কেটি হয়েছেন স্বস্তিকা। শুধু পুতুল নাচের ইতিকথায় নয়, সুমনের অটো এবং ডাইনীতন্ত্র ছবিতেও দেখা যাবে নতুন সম্পর্কের রেশ। প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে বিয়ে হয় স্বস্তিকার। মাত্র দুই বছর সংসার করে শারীরিক এবং মানসিক অত্যাচারিত হয়ে একমাত্র কন্যা অন্বেষাকে নিয়ে বাপের বাড়ি ফেরেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। প্রতিষ্ঠার সংগ্রামে টেলিভিশন সিরিয়াল থেকে বাংলা চলচ্চিত্রের নিয়মিত মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়। সহশিল্পী জিত্ ও পরমব্রতর সঙ্গে তার সম্পর্কের গল্পটা মুখরোচক হলেও হালে পানি পায়নি নিন্দুকেরা। অবশ্য সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে তার বোঝাপড়াটা নাকি একটু বেশিই। এমনকি কন্যা অন্বেষা সুমন আঙ্কল বলতে অজ্ঞান। ব্যক্তিগত সম্পর্কের পরিণতি কী হবে, তা সময় বলে দেবে। তবে এটা নিশ্চিত, আগামী শীতেই মানিক বন্দ্যোপাধ্যায়ের মানসকন্যা রূপে রুপালি পর্দায় হাজির হবেন স্বস্তিকা।

তিশা গৃহবন্দি !

জোর গুঞ্জন, মা হতে চলেছেন তিশা। প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগতম জানাতে প্রস্তুত ফারুকী-তিশা দম্পতি। অবশ্য এ খবরকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবুও কেন গৃহবন্দি অভিনেত্রী তিশা? শুটিং এবং অন্যান্য সামাজিক ব্যস্ততায় অনুপস্থিত তিনি। ঘরের দরজা বন্ধ করে নিজেকে আটকে রেখেছেন। নাট্যকার ইসরাফিল বাবু এবং পরিচালক সিমিত রায় অন্তর সূত্রে জানা যায়, উঠান নাটকের জন্যই তিশার এই বেহাল দশা। নাটকে পারুলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। বিয়ের পরে নতুন বউকে রেখে স্বামী বিদেশে পাড়ি দিলে গ্রামের যুবকদের চোখ যায় পারুলের দিকে। এক দিন বয়সে ছোট এক ছেলেকে পারুলের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দেয় প্রতিহিংসা পরায়ন যুবকেরা। উঠানে বসে শালিস। কিন্তু সারাদিন পার হয়ে গেলেও বাইরে আসে না পারুল। কি হয় তার পরিণতি? তিশা ছাড়াও উঠান নাটকে অভিনয় করেছেন মামুনূর রশীদ, শতাব্দি ওয়াদুদ, শাহাদাত্ হোসেন, এসএম মহসীন, রানী সরকার, সঞ্চিব আহমেদ, রিপন, বাবু ও শিশুশিল্পী মামুন। সম্প্রতি গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি দেখা যাবে।
উপরে