সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, March 15, 2014

বিন্দুর বিয়ে আসন্ন !

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিন্দু বেশ কিছুদিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি বিন্দু জানালেন তার বিয়ের বিষয়ে পরিবার থেকে তোড়জোড় শুরু হয়েছে। এমনকি এর মধ্যে পত্র খোঁজাও শুরু হয়ে গেছে।

এ বিষয়ে বিন্দু বলেন, "বিয়েটা তো আর এমন নয়, একটা ড্রেস পছন্দ হলো আর হুটহাট করে কিনে ফেললাম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম বিয়ে। মা-বাবা ছেলে পছন্দ করেছেন। তাঁদের পছন্দই আমার পছন্দ।"

এদিকে, বিয়ের কারণে একটি চলচ্চিত্রের চুক্তিপত্রে স্বাক্ষর করেও 'না' করে দিয়েছেন বিন্দু। এ প্রসঙ্গে বিন্দু বলেন, গল্পটা ভালো ছিল। এই মার্চ থেকেই ইতালিতে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। বলা তো যায় না! বিয়েটা হয়ে গেলে যদি সময় দিতে না পারি! আমার কারণে কেউ বিপদে পড়–ক, সেটা চাই না।’

বিন্দুর কথা শুনে ভালই বোঝা যাচ্ছে বিয়ের সানাইটা বাজতে বোধহয় আর বেশি দেরী নেই।

No comments:

Post a Comment