সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Thursday, February 20, 2014

এবার নতুন কাইফের পেছনে সালমান

বলিউডে নিত্য নতুন মুখকে এনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে জুড়ি নেই বলিউড অভিনেতা সালমান খানের। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সফল সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। এবার সালমানের মিশন ক্যাটরিনার ছোট বোন ইসাবেলা কাইফ।
সম্প্রতি ‘ডা. কেব্বি’ শিরোনামের একটি কানাডিয়ান ছবির কাজ শেষ করলেন ইসাবেলা। সালমানের বিইং হিউম্যান প্রোডাকশনের ব্যানারেই ছবিটি নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে ‘ডা. কেব্বি’ ছবিটির একটি স্টিল ছবি প্রকাশ করেছেন সালমান। ওই স্টিল ছবিটিতে বলিউড স্টাইলে নাচতে দেখা যাচ্ছে ইসাবেলাকে।
‘ডা. কেব্বি’ ছবিটির শ্যুটিং শেষ। খুব শিগগির মুক্তি পাবে ছবিটি। এর আরেকটি মূল চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ অভিনেতা কুনাল নায়ার। সূত্র: ইন্ডিয়া টুডে

No comments:

Post a Comment