সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, February 23, 2014

ফেসবুকে সাকিবের দুঃখপ্রকাশ

শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডের সময় ড্রেসিং রুমে অশোভন আচরণের জন্য অবশেষে ক্ষমা চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে দুঃখ প্রকাশ করেন তিনি।
ফ্যান পেজে বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে দুঃখ প্রকাশ করে সাকিব লিখেছেন- “প্রিয় সমর্থক ও ভালোবাসার ক্রিকেট দল, গতকালের ম্যাচে আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। হঠাত আউট হয়ে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি আবেগ সামলাতে পারিনি। অনেকে আমাকে আদর্শ মনে করেন। ফলে এভাবে প্রতিক্রিয়া প্রকাশ না করাই উচিত ছিল। বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করব। টাইগাররা এগিয়ে যাও!—সাকিব আল হাসান।”
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডেতে অহেতুক একটি শট খেলে আউট হন সাকিব। টিভি রিপ্লেতে আউট হওয়ার দৃশ্য বারবার দেখানোর এক পর্যায়ে মেজাজ হারিয়ে অশোভন আচরণ করেন। এ আচরণের দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও তিন লাখ টাকা জরিমানা করে।

No comments:

Post a Comment