বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন বলিউডের অন্যতম প্লেব্যাক তারকা ‘শীলা কি জাওয়ানি খ্যাত’ সুনিধি চৌহান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণাধীন চলচ্চিত্র ‘তারকাঁটা’ ছবির ‘বন্ধন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তিনি। গানটির কথা লিখেছেন কবির বকুল আর সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।
চলতি সপ্তাহে এ গানটির শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, নিঃসন্দেহে সুনিধি চৌহান উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। সে হিসেবে ভালই লাগছে। যতটুকু শুনেছি গানটি তিনি ভালই গেয়েছেন। এর আগে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তার আর গাওয়া হয়নি। সে হিসেবে তাকে আমার লেখা গানটির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি। এদিকে গানটির রেকর্ডিংয়ের সময় মুম্বইতে উপস্থিত ছিলেন নির্মাতা রাজ।
তিনি সুনিধির বরাত দিয়ে বলেন, গানটি সুনিধি অসাধারণ গেয়েছেন। আন্তরিকতার কোন কমতি ছিল না। গানটির কথা-সুর-সংগীতের প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে গাওয়ার।
রাজ আরও বলেন, রেকর্ডিংয়ের ফাঁকে সুনিধি ঢাকার অনেক মজার গল্প করেছেন। বলেছেন, যতবার তিনি ঢাকায় কনসার্টে এসেছেন ততবারই একরাশ মুগ্ধতা নিয়ে মুম্বই ফিরেছেন। কারণ, ঢাকা নাকি গানপাগল আর অতিথিপরায়ণ মানুষে ভরা।
‘তারকাঁটা’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান পিং-পং এন্টারটেইনমেন্ট সংবাদমাধ্যমকে জানায়, শীঘ্রই শুটিং শেষ করে বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার জোর প্রস্তুতি চলছে। ‘তারকাঁটা’য় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে আসছেন আরেফিন শুভ-বিদ্যা সিনহা মীম। বিশেষ চরিত্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী।
No comments:
Post a Comment