সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, February 22, 2014

স্বস্তিকার পুতুল নাচের ইতিকথা !

চলচ্চিত্রে রূপান্তরিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা। মেধাবী নির্মাতা সুমন মুখোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, শিগগিরই শুরু করবেন এ ছবির কাজ। চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে, চরিত্রায়ণ প্রায় শেষের দিকে। ছবিতে কুসুম চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সুমন মুখোপাধ্যায়ের বাবা বিখ্যাত মঞ্চ নির্দেশক অরুণ মুখোপাধ্যায় এই উপন্যাসটিকে উপস্থাপন করেছেন মঞ্চে। চেতনার ব্যানারে নাটকটি প্রশংসিত হয়েছে সর্বমহলে। বাবার কাজে অনুপ্রাণিত হয়েই ২০০৮ সালে সুমন পুতুল নাচের ইতিকথা নির্মাণে উদ্যোগী হন। তবে স্বত্ব গ্রহণ করে চিত্রনাট্য তৈরিতেই চলে যায় এত বছর।
টালিগঞ্জে জোর গুঞ্জন, সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে নায়িকা স্বস্তিকার সম্পর্কটা ঠিক বন্ধুত্বের সীমায় আটকে নেই। সুমনের হাত ধরে শেষের কবিতা ছবির কেটি হয়েছেন স্বস্তিকা। শুধু পুতুল নাচের ইতিকথায় নয়, সুমনের অটো এবং ডাইনীতন্ত্র ছবিতেও দেখা যাবে নতুন সম্পর্কের রেশ। প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে বিয়ে হয় স্বস্তিকার। মাত্র দুই বছর সংসার করে শারীরিক এবং মানসিক অত্যাচারিত হয়ে একমাত্র কন্যা অন্বেষাকে নিয়ে বাপের বাড়ি ফেরেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। প্রতিষ্ঠার সংগ্রামে টেলিভিশন সিরিয়াল থেকে বাংলা চলচ্চিত্রের নিয়মিত মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়। সহশিল্পী জিত্ ও পরমব্রতর সঙ্গে তার সম্পর্কের গল্পটা মুখরোচক হলেও হালে পানি পায়নি নিন্দুকেরা। অবশ্য সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে তার বোঝাপড়াটা নাকি একটু বেশিই। এমনকি কন্যা অন্বেষা সুমন আঙ্কল বলতে অজ্ঞান। ব্যক্তিগত সম্পর্কের পরিণতি কী হবে, তা সময় বলে দেবে। তবে এটা নিশ্চিত, আগামী শীতেই মানিক বন্দ্যোপাধ্যায়ের মানসকন্যা রূপে রুপালি পর্দায় হাজির হবেন স্বস্তিকা।

No comments:

Post a Comment