সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, February 18, 2014

গণধর্ষণে মারা গেলো এক পুরুষ!

প্রতিদিনই পৃথিবী তার নতুন মহিমায় আবির্ভূত হচ্ছে।তবে কখনও তা স্বাভাবিক হলেও অনেক সময় আমাদের কাছে একটু অস্বাভাবিক হয়ে ওঠে।
এতদিন গণধর্ষণের শিকার হয়ে এসেছেন কেবল নারীরাই। আর ধর্ষকের ভূমিকায় থেকেছে পুরুষ। এবার ঘটলো ঠিক তার উল্টো ঘটনা।
নাইজেরিয়ায় এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত ঐ ব্যক্তির নাম ইউরোকো ওনোজা। তার মোট ছয় স্ত্রী ছিল।
ওনোজা সারা রাত বাইরে পার্টিতে ছিল। তখন তার ৬ বউ তার সঙ্গ পেতে অপেক্ষা করছিল। ভোররাতে বাসায় ফিরে সে তার সবচেয়ে ছোট বউয়ের ঘরে যায়। এতে তার বাকি ৫ বউ ক্ষিপ্ত হয়ে লাঠি ও ছুরি নিয়ে তার বেডরুমে যায় এবং তাদের সাথে মিলনের জন্য জোর করতে থাকে।তারপর ওনোজা একে একে চার বউয়ের সাথে যৌন মিলনে বাধ্য হয়। পঞ্চম বউয়ের সাথে মিলনের সময় সে স্ট্রোক করে মারা যায়।
এ ঘটনার পর পরই তার পাঁচ বউ পালানোর চেষ্টা করে তবে পুলিশ দুই জনকে আটক করতে সক্ষম হয়। তাদের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment