শনিবার বলিউডের অভিনেতা মনীষ বহেলের মহারাষ্ট্রের খারেগাঁওয়ের পারসিক হিল এলাকার বাংলো বাড়ির সুইমিং পুল থেকে সদ্যোজাতকের লাশ উদ্ধার করল সেখানকার স্থানীয় পুলিশ।
বাবা মার মৃত্যুর পরে জন্মসূত্রে বাংলোটির মালিক হন মনীষ। পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচদিন ধরে সুইমিং পুলে পড়ে ছিল দেহটি। ফলে শিশুটির লিঙ্গ নির্ধারণ করতেও বেগ পেতে হচ্ছে। কিভাবে ওই সদ্যোজাতকে মনীষ বহেলের বাংলোর সুমিং পুলে ফেলা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানায়, বাচ্চাটির বয়স এক সপ্তাহের বেশি হবে না। বাচ্ছার লাশটিকে ময়না তদন্তের কাজে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
No comments:
Post a Comment