সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, February 23, 2014

এবার পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে মম


পরিচালক রাকিবুল আলমের ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে একটি গানের অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মমকে। এর আগে কখনোই এ ধরনের দৃশ্যে পর্দায় আসেননি তিনি। গানটিতে মম’র সাথে আছেন আনিসুর রহমান মিলন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে মম বলেন, ‘দীর্ঘ বিরতির পর ছবির শুটিং শুরু করার আগে খুব ভয় হচ্ছিল। শুটিংয়ের আগের দিন তো ভয়ে জ্বরই এসে গিয়েছিল। বিরতির পর শুটিংয়ে ফিরে প্রথম দিনে মনে হচ্ছিল, প্রথম অভিনয় করছি। প্রথম মঞ্চে কাজ করার সময় যে রকম মনে হয়েছিল, ঠিক সে রকমই লেগেছে। ছবির গানের দৃশ্যগুলো করার সময় আমরা অনেক মজা করেছি।’
১৫ জানুয়ারি ঢাকার অদূরে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের স্টুডিওতে মম অভিনীত প্রথম চলচ্চিত্র 'প্রেম করবো তোমার সাথে' ছবির শুটিং শুরু হয়েছিল।
প্রসঙ্গত, ‘দারুচিনি দ্বীপ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব জয়ী জাকিয়া বারী মম। ১৯৯৫ সালে তিনি নৃত্যে নতুন কুঁড়ি পুরস্কার জিতেছেন।

No comments:

Post a Comment