সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Wednesday, February 12, 2014

শারীরিক সম্পর্ক স্থাপনের পর প্রেমিকাকে জবাই করল কথিত প্রেমিক

নারায়ণগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে অজ্ঞাত পরিচয় এক তরুণীকে (২৩) জবাই করেছে তারই প্রেমিক সাইদুর রহমান (২৫)। শারীরিক সম্পর্ক স্থাপনের পর সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের এক নং রেলগেট এলাকাতে রূপায়ন নামের একটি আবাসিক হোটেলের ৪নং কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ প্রেমিক সাইদুর রহমানকে (২৫) হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, মঙ্গলবার বিকেলে রূপায়ন হোটেলের ৪নং কক্ষ ভাড়া নেয় সাইদুর রহমান। রাত সাড়ে ৯টায় হঠাৎ করেই সাইদুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করলে হোটেলের লোকজন সাইদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই কক্ষ থেকে রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়। এছাড়া ওই তরুনীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সাইদুর রহমান ওই তরুণীর নাম জানাতে পারেনি। সাইদুর স্বীকার করেছে কয়েক মাস ধরে মোবাইল ফোনে তাদের সম্পর্ক গড়ে উঠে। পরে মঙ্গলবার তরুণী তাকে শহরে আসতে বলে। দুইজন পরে রূপায়ন হোটেল ভাড়া নেয়। রাতে দুই জনের মধ্যে বাক-বিতন্ডা হলে সাইদুরের এ ঘটনা ঘটায়।

No comments:

Post a Comment