সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Monday, February 24, 2014

ব্যস্ত সময় পার করছেন গীতিকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শফিক তুহিন।

চলচ্চিত্রের সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন গীতিকার, গায়ক ও সঙ্গীত পরিচালক শফিক তুহিন। গান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার কথা --

যেমন আছি..
গতকাল (শনিবার) সারারাত কার্নিভ্যাল মোশন পিকচার প্রযোজিত একটি ছবির সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ শেষ করতে রীতিমতো ভোর হয়ে গেছে। এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম। 
মেজাজটা ফুরফুরে... 
মুক্তিপ্রাপ্ত 'অগি্ন' ছবির দুটি টাইটেল সংয়ের সঙ্গীতায়োজন করেছি। গানগুলোর ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি। তাই মেজাজটা ফুরফুরে বলতে পারেন। এই ছবির 'আমি অগি্ন, আমি ধ্বংস, আমি নিন্দিত, নৃশংস' শিরোনামের গানটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন লেমিস ও লাবণ্য নামের দুজন তরুণ কণ্ঠশিল্পী। 

যা নিয়ে ব্যস্ত... 
বর্তমানে আমি ৫টি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত। এর মধ্যে ৪টি হচ্ছে 'দেশা দি লিডার', 'হানিমুন', 'মনের মতো মানুষ পাইলাম না' এবং 'ভুলতে পারি না তারে'। এছাড়া কিছুদিন আগে 'দবির সাহেবের সংসার' ছবির সঙ্গীতায়োজনের কাজ শেষ করেছি। 
নতুন অ্যালবাম... 
ঈদুল ফিতরে আমার নতুন অ্যালবাম প্রকাশ পাবে। সেই লক্ষ্যেই কাজ এগিয়ে নিচ্ছি। বর্তমানে এই অ্যালবামের গানের কথা লিখছি এবং সুর তৈরি করছি। 
অবসরে... 
অবসরে আমি আড্ডা দিতে পছন্দ করি। তাছাড়া গান শুনতেও আমার ভালো লাগে। 
বই পড়ার অভ্যাস... 
শৈশব থেকেই আমার প্রচুর বই পড়ার অভ্যাস। কবিতার বই পড়তেই বেশি ভালো লাগে। আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণ। তার আত্মজীবনী থেকে শুরু করে সব কবিতার বই আমি পড়েছি। 
গ্রন্থমেলায় একদিন... 
আমি প্রতি বছরই একুশের বইমেলায় যাই। এবারো তার ব্যত্যয় ঘটেনি। কিছুদিন আগেও বইমেলায় গিয়েছিলাম। সেখান থেকে বেশ কিছু পছন্দের বই কিনেছি। 
স্টুডিও কনসার্টে অনুপস্থিতির কারণ... 
মাস তিনেক ধরে আমি স্টুডিও কিংবা লাইভ কনসার্ট করছি না। কারণ, আমাকে এখন ছবির কাজ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। তাই টিভি অনুষ্ঠানগুলোতে সময় দিতে পারছি না।

No comments:

Post a Comment