সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, February 22, 2014

বিরাটের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলংকা থেকে মুম্বাইয়ে আনুশকা!

সাপ্তাহিক ছুটির একটি দিন হাতে পেয়েই আনুশকার হঠাৎ মুম্বাইতে আগমন, তাও আবার এমন এক সময়ে যখন ‘কাকতালীয়’ভাবে বিরাটও মুম্বাইতেই আছেন, এর পেছনে কারণটা কী? শত ব্যস্ততাতেও বিরাট কোহলির জন্য ঠিকই সময় বের করে নিচ্ছেন শত তরুণের হৃদয় হরণ করে নেয়া আনুশকা শর্মা!
সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যাপের ‘বোম্বে ভেলভেট’ সিনেমার শ্যুটিং-এ একটু ফাঁক পেয়েই শ্রীলংকা থেকে একছুটে উড়ে এলেন মুম্বাইতে। শ্রীলংকা ছেড়ে কাজের ফাঁকেই মুম্বাইতে আনুশকার হঠাৎ এই প্রত্যাবর্তন অবাক করে দিয়ে তার মা-বাবাকেও।
এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজকাল নাকি সত্যিই আনুশকা বিরাটের অত্যন্ত আপন মানুষে পরিণত হয়েছেন! আর কাজের ব্যস্ততার সময়েও কাজের দোহাই দিয়ে বিরাটের সঙ্গে দেখা না করার কাজটি তিনি মোটেই করেন না।
আনুশকার নাম প্রকাশে অনিচ্ছুক এই বন্ধুটি জানালেন, “সাপ্তাহিক ছুটির এই দিনটা আনুশকা বিরাটের সঙ্গেই বিশেষভাবে কাটাচ্ছেন!”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment