সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Wednesday, February 19, 2014

ধর্ষণের পর শ্যালিকাকে যৌনপল্লী বিক্রি করলেন দুলাভাই

কয়েকদিন ধরেই নিখোঁজ পশ্চিমবঙ্গের বারাসতের দত্তপুকুর এলাকার বাসিন্দা এক কিশোরী। কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। তাই দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
এরপরই কিশোরীর দুলাভাই রবিউল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সোনাগাছির যৌনপল্লীতে তিনি বিক্রি করে দিয়েছেন নিজের কিশোরী শ্যালিকাকে।
রবিউল ইসলামের স্বীকারোক্তিতে হাওড়ার গাদিয়ারার একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেখানে পাওয়া যায়নি ওই কিশোরীকে। বিষয়টি আঁচ করতে পেরে রবিউলের সঙ্গীরা কিশোরিটিকে দত্তপুকুরের ময়না এলাকায় ছেড়ে দিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
ওই কিশোরী তার জবানবন্দিতে জানায়, যৌনপল্লিতে বিক্রির আগে তার দুলাভাই ও তার এক সঙ্গী তাকে ধর্ষণ করে। পরে পুলিশ ওই হোটেলে আবারো অভিযান চালিয়ে আরো পাঁচজন কিশোরীকে উদ্ধার করে। সেখান থেকে হোটেল মালিক, ম্যানেজারসহ আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।

No comments:

Post a Comment

উপরে