সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, February 23, 2014

সানি লিওনের সিনেমা দেখতে বয়সের নির্দিষ্ট গণ্ডি পেরোতে হবে!

বলিউডের জনপ্রিয় পর্নোস্টার সানি লিওনকে বেশকিছু দিন যাবত বিশেষ কোনো ওয়েবসাইট খুঁজে দেখা যাচ্ছে না। যেকোনো মুভি চ্যানেল কিংবা মিউজিক চ্যানেল খুললেই দেখা যায় তাকে। তবে পর্নোস্টার বলে কথা, বলিউডে ঘাঁটি গাড়লেই কি মুছে যাবে গায়ের শর্ত প্রযোজ্য ট্যাগ? তা নয়। 

একদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে একের পর এক ছবিতে নিজেকে হাজির করছেন দর্শকের সামনে, তেমনি দৈর্ঘ্য-প্রস্থে ছোট পোশাকে ইন্দো কানাডিয়ান এই তারকাকে দেখে তারা পাচ্ছেন আবেদনময়ী সানির আস্বাদ। তবে তার জন্যও শর্ত প্রযোজ্য। বয়সের নির্দিষ্ট গণ্ডি পূরণ না করলে অধরাই থেকে যাবে রাগিণী রূপে তার ভয়ঙ্কর প্রেমকাহিনি। রাগিণী এমএমএস টু ছবির ট্রেলার মুক্তির পর এখন পর্যন্ত দর্শক সংখ্যা ছাড়িয়েছে প্রায় দশ লাখ। 

খোলামেলা বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় ভিডিওতে হুমড়ি খাচ্ছে মূলত কম বয়সী দর্শক, এমনটাই ভাবছেন সমালোচকেরা। তবে ইন্টারনেটে কোনো সেন্সরশিপ না থাকলেও ইউটিউবের নিয়মানুযায়ী ছবিটিতে প্রাপ্তবয়স্কদের ট্যাগ লাগিয়ে দিল কর্তৃপক্ষ। ফলে শুধু সার্চ করেই আর দেখা সম্ভব হবে না এই ছবির ট্রেলার। ই-মেইল আইডি ব্যবহার করে প্রবেশ করতে হবে রাগিণীর এমএমএস এ। 

কিন্তু কেউ কেউ ভাবছেন ইউটিউব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে একতা কাপুরের এ ছবির প্রচারণার পালে আরেক দফা হাওয়া লাগল। অবশ্য শর্তের এই বেড়াজাল পাত্তা দেন না সানি। 'টিনা অ্যান্ড লোলো' ছবির পরে তামিল একটি সিনেমায় অভিনয়ের তোড়জোড়ে ব্যস্ত আছেন তিনি।

No comments:

Post a Comment