রোদেলাকে ভালোবেসে রোদ বলে ডাকতেন ইরফান। ইরফানের সেই ভালোবাসার পৃথিবী থেকে এক সময় হারিয়ে যায় রোদ। রোদ আসবে বলে অপেক্ষায় কেটে যায় ইরফানের সারাটি জীবন। জীবনের শেষপ্রান্তে এসে দেখা মিলে রোদের। কিন্তু তখন কী রোদও ইরফানের মতো একা ছিলেন?
এমনই এক গল্পের নাটক ‘রোদ আসবে বলে’ রচনা ও পরিচালনা করেছেন আশরাফ দীপু। খুব শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক।
নাটকটিতে ইরফান চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, "এ নাটকের স্ক্রিপ্টটি আমাকে পরিচালক প্রায় একবছর আগে দিয়েছিলেন। বলা যায় একটি বছর ধরেই চরিত্রটি আমার মনে লালন করে এতে অভিনয় করেছি। অসাধারণ একটি নাটক হয়েছে। জেনিও অসাধারণ অভিনয় করেছেন।"
জেনি বলেন, "নাটকটি শ্রীমঙ্গলে শুটিং হয়েছে। মানুষের জীবন যে কতো ঘটনাবহুল তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলদ্ধি করেছি। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।"
নাটকটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিলয়। এদিকে মাজনুন মিজান এরইমধ্যে শেষ করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘মজনু মিয়ার ভাতের হোটেল’ নাটকটি। এ নাটকে তার সহশিল্পী ছিলেন রিচি সোলায়মান ও মৌসুমী হামিদ।
জেনি এম আর মিজানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘নগর আলো’র শুটিং শুরু করেছেন। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত জাকারিয়া সৌখিন রচিত ধারাবাহিক ‘নীল রঙ্গের গল্প’।
No comments:
Post a Comment