সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, February 23, 2014

সিমানার জীবনের দ্বিতীয় অধ্যায়।

ছোট পর্দার নতুন মুখ সীমানা। সম্প্রতি এই প্রিয়মুখের বিয়ের কথা শোনা যাচ্ছে। 

এ বিষয়ে সীমানা বলেন, 'বছর খানেক ধরেই বাবা-মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। অবশেষে পরিবারের তোপের মুখে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকভাবে এগোলে এ বছরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পরিকল্পনা রয়েছে।' 

কেমন পাত্র পছন্দ-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন অর্থশালী এবং সুন্দর মানুষ সহজলভ্য হলেও, মনের মতো পাত্র খুঁজে পাওয়া দুষ্কর। তাই পাত্র বাছাইয়ের ক্ষেত্রে উদার মনমানসিকতার পুরুষকেই বেশি প্রাধান্য দিচ্ছি।' 

তিনি বলেন, 'হবু স্বামী চাইলে আমি অভিনয় ছেড়ে দেব। কারণ আমার কাছে আমার পরিবারের সুখই সবার আগে। তবে আমি মনে করি, আমার হবু স্বামী কখনো এমনটি বলবেন না। কারণ তিনি তো আমাকে জেনে-শুনেই বিয়ে করবেন।'

No comments:

Post a Comment

উপরে