সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, February 22, 2014

দীপিকাকে সালমানের 'না'

সালমানের হাত ধরে বলিউডে উঠে এসেছে অনেক নতুন মুখ। কিন্তু অভিজ্ঞ সালমানের সঙ্গে এখনো কোনো কাজ করেননি বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘রাম-লীলা’ দিয়ে বলিউড মাতানোর পর দীপিকা হয়তো চাইছিলেন ‘দাবাং’ তারকার সঙ্গে এবার জুটি বাঁধবেন। কিন্তু দীপিকাকে না করে দিয়েছেন খান সাহেব।

দীপিকার ‘রাম-লীলা’ সুপারহিট। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বেশ কয়েকটি সুপারহিট ছবির সাফল্য। তাই বর্তমান সময়ের বলিউড সাম্রাজ্যের সম্রাজ্ঞীও বলা যেতে পারে দীপিকাকে। কিন্তু বলিউডে সালমান খানের সঙ্গে অভিনয় করতে তাঁকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ নতুন ছবিতে দীপিকাকে চাইছেন না সালমান।

সম্প্রতি জিনিউজের এক খবরে বলা হয়েছে, সালমান ও দীপিকাকে নিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু এই ছবিতে দীপিকাকে বাদ দিতে বলেছেন সালমান খান। কারণ, দীপিকার মতো ‘ব্যস্ত’ একজন অভিনেত্রীকে তিনি ছবিতে চান না।

এর আগে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়টিতে নাক গলাবেন না বললেও এখন সালমান উল্টো পথে হাঁটছেন। এর নেপথ্যে কী? সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। শাহরুখ-সালমান সম্পর্কের প্রভাব এ ক্ষেত্রে কাজ করতে পারে বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, ছবির সাফল্যে দীপিকার প্রভাব সালমানকে ছাপিয়ে যেতে পারে—এমন শঙ্কা থেকে অনিশ্চয়তায় ভুগছেন সালমান। এ কারণেই তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চাইছেন না।

শাহরুখ খানের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’, রণবীর সিংয়ের সঙ্গে ‘রাম-লীলা’, অর্জুন কাপুরের সঙ্গে ‘ফাইন্ডিং ফ্যানি’র মতো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেলেও সালমান খানের সঙ্গে কাজ করতে দীপিকাকে তাই আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

No comments:

Post a Comment