সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, February 18, 2014

নতুন গানে বস্ত্রহীন অবস্থাই শাকিরা ও রিহানা (ভিডিও)

কলম্বিয়ান শিল্পী শাকিরা ও পপ স্টার রিহানার অ্যালবাম ‘ক্যান’ট রিমেম্বার টু ফরগেট ইউ’ সম্প্রতি বাজারে এসেছে। শাকিরা ফিচারিং রিহানা অ্যালবামটির মিউজিক ভিডিওর অংশ হিসেবে সম্প্রতি এ দুজনের প্রায় নগ্ন দৃশ্যসম্বলিত ভিডিও ছাড়লেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সিঙ্গেলটির ভিডিওটিতে দেখা যায়, অনাবৃত রিহানাকে জড়িয়ে ধরে আছেন শাকিরা। আর এ দৃশ্যে শাকিরার ট্যাটুসমৃদ্ধ দেহও ছিল সম্পূর্ণ অনাবৃত।
এরপর অন্য একটি দৃশ্যে তাদের সাঁতারের পোশাকের মতো কাপড়ে দেখা যায়। সেখানেও দুজনকে বেশ ঘনিষ্ট অবস্থায় থাকতে দেখা যায়। এ সময় হিল ও স্বর্ণের মতো গহনা পরা অবস্থায় দেখা যায় শাকিরাকে।
‘ক্যান’ট রিমেম্বার টু ফরগেট ইউ’ অ্যালবামটি মুক্তি পেয়েছে ১৩ জানুয়ারি। এর গানগুলো লিখেছেন শাকিরা, রিহানা, জন হিল, টম ‘কিড হারপুন’ হাল, ড্যানিয়েল লেডিনস্কি ও এরিক হাসল।

No comments:

Post a Comment