আনুশকা শর্মার নতুন লুক প্রথম দেখা গেল ‘কফি উইথ করন' চ্যাট শো-এ। তবে প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করেননি আনুশকা। তবে এবার মুখ খুললেন তিনি। আনুশকা জানান, ছুরি-কাঁচির নিচে যাননি এবং ঠোঁটে প্লাস্টিক সার্জারি কিংবা জোরপূর্বক কিছু করাননি।
সম্প্রতি এক খোলা চিঠিতে প্লাস্টিক সার্জারি করার কথা অস্বীকার করে চিঠিতে লিখেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি! আজকে আমি আমার ঠোঁট সম্পর্কে কথা বলব! হ্যাঁ! আমি বলি এটা.. আমার ঠোঁট! নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা আমার জন্য কঠিন। তারপরও.. আমি এখন ঠোঁট মোটা করাতে কিছু উপাদান ব্যবহার করছি। এটা মেকআপের মতোই। এর কারণেই হয়তো ঠোঁটে কিছু পরিবর্তন এসেছে।
তিনি আরো লিখেন এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পর, এবার নিশ্চয় সবাই নিশ্চিত হবেন, আমি কখনই ছুরি-কাঁচির নিচে যাইনি, প্লাস্টিক সার্জারি কিংবা জোরপূর্বক কিছু করাইনি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
No comments:
Post a Comment