অন্তর্দ্বন্দ্বে
জড়িয়ে পড়ছেন মেহজাবীন। দ্বন্দ্বটা স্বামীর সাথেই। তবে
বাস্তবে নয়, নাটকের
দৃশ্যে এমনটা দেখা
যাবে।
নাটকের নাম দ্য
মেটামরফসিস’। এটি
রচনা ও পরিচালনা করেছেন
ইরানী বিশ্বাস। নাটকে
মেহজাবীনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে
অভিনয় করেছেন নিশো। এসএ
টিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি
নির্মিত হয়েছে। একসময়
জামান মঞ্চনাটক লিখতেন। মেডিক্যালের ছাত্রী
কানিজের সঙ্গে ঘটনাক্রমে পরিচয়
হয়।
ভালোবেসে বিয়েও করে
দু’জন। পড়াশোনা শেষ
করে কানিজ ডাক্তারি পেশাকে
বেছে নেয়। কিন্তু
জামান তার নিজস্ব
কাজকর্ম থেকে অনেক
দূরে সরে যায়। শুরু
হয় স্বামী-স্ত্রীর মধ্যে
অন্তর্দ্বন্দ্ব। এগিয়ে
যায় নাটকের গল্প। মেহজাবীন বলেন,
‘ইরানী বিশ্বাসের পরিচালনায় এর
আগেও আমি বেশ
ক’টি নাটকে
অভিনয় করেছি। তার
কাজের প্রতি আমার
অন্যরকম ভালোলাগা আছে। অনেক
যত্ন নিয়ে তিনি
নাটক কিংবা টেলিফিল্ম নির্মাণ করেন। দ্য
মেটামরফসিস-এ আমার
চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।’ এ
নাটকটি ছাড়াও মেহজাবীন রেদওয়ান রনির
এ জার্নি বাই
লাভসহ বেশ কয়েকটি
নাটকে অভিনয় করছেন।
No comments:
Post a Comment