জোর গুঞ্জন, মা হতে চলেছেন তিশা। প্রথম সন্তানকে পৃথিবীতে
স্বাগতম জানাতে প্রস্তুত ফারুকী-তিশা দম্পতি। অবশ্য এ খবরকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন
তারা। তবুও কেন গৃহবন্দি অভিনেত্রী তিশা? শুটিং এবং অন্যান্য সামাজিক ব্যস্ততায় অনুপস্থিত
তিনি। ঘরের দরজা বন্ধ করে নিজেকে আটকে রেখেছেন। নাট্যকার ইসরাফিল বাবু এবং পরিচালক
সিমিত রায় অন্তর সূত্রে জানা যায়, উঠান নাটকের জন্যই তিশার এই বেহাল দশা। নাটকে পারুলের
ভূমিকায় অভিনয় করছেন তিনি। বিয়ের পরে নতুন বউকে রেখে স্বামী বিদেশে পাড়ি দিলে গ্রামের
যুবকদের চোখ যায় পারুলের দিকে। এক দিন বয়সে ছোট এক ছেলেকে পারুলের ঘরে ঢুকিয়ে বাইরে
থেকে শিকল তুলে দেয় প্রতিহিংসা পরায়ন যুবকেরা। উঠানে বসে শালিস। কিন্তু সারাদিন পার
হয়ে গেলেও বাইরে আসে না পারুল। কি হয় তার পরিণতি? তিশা ছাড়াও উঠান নাটকে অভিনয় করেছেন
মামুনূর রশীদ, শতাব্দি ওয়াদুদ, শাহাদাত্ হোসেন, এসএম মহসীন, রানী সরকার, সঞ্চিব আহমেদ,
রিপন, বাবু ও শিশুশিল্পী মামুন। সম্প্রতি গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে।
খুব শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি দেখা যাবে।
No comments:
Post a Comment