গুলাব গ্যাং পর্দায় আসছে আগামি ৭ই মার্চ। কিন্তু এর মধ্যেই ছবিটি বেশ নাম কামিয়েছে। কারন হিসেবে ছবি বোদ্ধারা জুহি-মাধুরী জুটিকেই দেখছেন। এই প্রথম জুহি চাওলা ও মাধুরীকে দেখা যাবে পর্দায়। ছবিটি ইতিমধ্যে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের জায়গা করে নিয়েছে।
ছবিটিতে ফুটিইয়ে তোলা হয়েছে উত্তর প্রদেশের মহিলা দল গুলাব গ্যাং নিয়েই মূলত ছবিটি তৈরি করা হয়েছে। এটি জুহি-মাধুরীর প্রথম ছবিই নয়, এটি জুহি চাওলার প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করা একটি ছবি।
No comments:
Post a Comment