সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, February 23, 2014

ফিল্মফেয়ারের প্রচ্ছদে ‘গুলাব গ্যাং’

গুলাব গ্যাং পর্দায় আসছে আগামি ৭ই মার্চ। কিন্তু এর মধ্যেই ছবিটি বেশ নাম কামিয়েছে। কারন হিসেবে ছবি বোদ্ধারা জুহি-মাধুরী জুটিকেই দেখছেন। এই প্রথম জুহি চাওলা ও মাধুরীকে দেখা যাবে পর্দায়। ছবিটি ইতিমধ্যে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের জায়গা করে নিয়েছে।
ছবিটিতে ফুটিইয়ে তোলা হয়েছে উত্তর প্রদেশের মহিলা দল গুলাব গ্যাং নিয়েই মূলত ছবিটি তৈরি করা হয়েছে। এটি জুহি-মাধুরীর প্রথম ছবিই নয়, এটি জুহি চাওলার প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করা একটি ছবি।

No comments:

Post a Comment