বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী হাসিন রওশন। শুধু তাই নয়, সেখানে নিয়মিত বসবাসও শুরু করেছেন তিনি। এখানেই শেষ নয়, জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গেই নাকি তিনি সেখানে সময় কাটাচ্ছেন।
তবে কেউ কেউ বলছেন, একসঙ্গে অবস্থান করতে গিয়ে নিয়মিত বাবুর মারধরের শিকারও হচ্ছেন হাসিন। কিন্তু কেন বস্তিতে থাকছেন আর কেনই বা বাবুর হাতে মার খাচ্ছেন সে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল তার কাছে।
বস্তিবাসীর জীবননির্ভর একটি নাটকের শুটিংয়ের উদ্দেশ্যেই বস্তিতে থাকতে হচ্ছে। জুঁই ফুল ‘পূজারি ও গুটিকয় পিঁপড়া’ নামের এ নাটকে হাসিন জুঁই ফুল চরিত্রে অভিনয় করেছেন। এতে ফজলুর রহমান বাবুকে তার স্বামীর চরিত্রে দেখা যাবে। সম্প্রতি ঢাকার একটি বস্তিতে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান হাসিন।
এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকের গল্পটি এতটাই বাস্তবধর্মী বলে বুঝানো যাবে না। এমন একটি গল্পের নাটকে অভিনয়ের ইচ্ছা ছিল অনেক দিনের। পাশাপাশি বাবু ভাইয়ের সঙ্গে অভিনয় করার ইচ্ছাটাও পূরণ হয়েছে। অভিনয় করে ভীষণ উপভোগ করেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
অন্ত আজাদের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
No comments:
Post a Comment