সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Thursday, February 20, 2014

ববির 'রাজত্ব'

'খোঁজ-দ্য সার্চ' ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করা ববি এখন বর্তমান সময়ের আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম নাম। প্রথম ছবি দিয়েই ব্যাপক আলোচনায় চলে আসেন। ঢাকাই ছবিতে অনেকটাই রাজত্ব কয়েম করেছেন এই চিত্রনায়িকা। তার জয়জয়কার এখন সর্বত্র। হাতে অর্ধডজন ছবি। এর মধ্যে দুটি ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শুধু এই দিকটি বিবেচনায় আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। শাকিব-ববি জুটির ছবি দুটি হলো 'রাজত্ব' ও 'হিরো : দ্য সুপারস্টার'।
এর মধ্যে 'রাজত্ব' ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবির অডিও সিডি সম্প্রতি প্রকাশিত হয়েছে। শাকিব-ববি ছাড়া এতে আরো অভিনয় করেছেন প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ।
এদিকে, চলতি মাসে ববি 'হিরো: দ্য সুপারস্টার' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান নিজেই। গত সোমবার থেকে এফডিসিতে এর দৃশ্য ধারণ শুরু হয়েছে। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিগ বাজেটের এই ছবিটি নিয়ে শাকিব-ববি দুজনই খুব আশাবাদী।
ববির অন্যান্য ছবির মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার', শফিক হাসানের 'স্বপ্নছোঁয়া', ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন', 'ওয়ান ওয়ে' ও 'না বলা ভালোবাসা'। এর মধ্যে 'আই ডোন্ট কেয়ার' এবং 'ওয়ান ওয়ে'তে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। 'স্বপ্নছোঁয়া'য় অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন। এছাড়া 'না বলা ভালোবাসা'য় তার বিপরীতে রয়েছেন ইমন।
ববি বলেন, "স্বল্প সময়ের মধ্যেই আমি চলচ্চিত্রে নিজেকে দাঁড় করাতে পেরেছি। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আমার চলচ্চিত্র ক্যারিয়ারের পেছনে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

No comments:

Post a Comment