সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, February 18, 2014

'কুইন'এ সাবলীল কঙ্গনা রানাউত (ভিডিও)

'কুইন' ছবির প্রোমোগুলোতে কঙ্গনা রানাউতকে ইতোমধ্যেই এক নতুন আবতারে দেখতে পাচ্ছে দর্শকরা। এই অভিনেত্রীর সাবলীল অভিনয়শৈলী সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কুইন ছবিটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক এবং এতে প্রধান নারী চরিত্রেই রয়েছেন কঙ্গনা রানাউত।
এদিকে সম্প্রতি কঙ্গনার মুক্তি পাওয়া ‘রাজ্জো' নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। ছবিতে কঙ্গনা যথেষ্ট ভাল অভিনয় করলেও ভারতীয় দর্শক ছবির বিষয়কে গ্রহণ করতে পারেনি। তবে তার জন্য ‘কুইন' কঙ্গনাকে নিয়ে আগ্রহের কমতি নেই। অমিত ত্রিবেদির কম্পোজিশন যেভাবে ‘কুইন'-এর প্রতিটি সিকোয়েন্স তৈরি করেছে, ঠিক সেই মেজাজেই অভিনয়ে ঝড় তুলেছেন কঙ্গনা।
পরিচালক বিকাশ বহেল জানিয়েছেন, "আমি একটি ছবি তৈরি করতে চেয়েছিলাম, যেখানে একেবারে সরল সাদাসিধে মেয়ের গল্প বলা হবে। মেয়েটি সাধারণ হলেও তার জীবনটা কিন্ত্ত সহজ সরল নয়।"
বিকাশের ছবির রানী এভাবেই এক অসাধারণ জার্নির মুখোমুখি হয় তার জীবনে। হানিমুনের জন্য প্যারিসে যায় সে, আর একেবারে একা। এই একা যাত্রায় সে বহু অচেনা মানুষের সঙ্গে পরিচিত হয়। জীবনকে নতুনভাবে আবিষ্কার করে রানী।
ডি-গ্ল্যাম লুক, সাদামাটা সালোয়ার স্যুটে কঙ্গনার রানী হয়ে ওঠায় তার মেধাবী ও স্বাভাবিক অভিনয় ছাড়াও সাহায্য করেছে ছবির দুই ডিজাইনার মানসী ও রুশির পরিকল্পনা। ওদের কথায়, "মানালীর ছোট্ট পরিসর থেকে মুম্বাইয়ে যখন পা রাখে কঙ্গনা, তখন সে রানীর মতোই একটি মেয়ে ছিল।"
‘রানী'-র কসটিউম দেখে কঙ্গনা বলেছেন, "আরে, আমি তো ইলেভেন, টুয়েলভ স্ট্যান্ডার্ডে এরকম পোশাকই পরতাম!" কঙ্গনার মধ্যে এখনও সেই সারল্য রয়েছে। আর চরিত্রের প্রয়োজনে গ্ল্যামার ঝেড়ে ফেলতেও দ্বিধা নেই তার–ফলে মানসী-রুশির কাজটা সহজ হয়েছে। এই ‘কুইন' যে দর্শকের হৃদয়ের ‘রানী' হয়ে উঠতে চলেছেন ছবি মুক্তির পর, তাতে কোনো সন্দেহ নেই ইউনিটের।
ভায়াকম ১৮ মোশন পিকচার্স নিবেদিত ফ্যাণ্টম প্রোডাকশনের ‘কুইন' প্রযোজনায় আছেন অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মোতওয়ানের মতো বলিউডের ব্যতিক্রমী ও গুণি মানুষ। অনুরাগ জানিয়েছেন, তার ‘গ্যাংস অফ ওয়াসিপুর'-এর থেকেও ‘কুইন'-এর মেকিং নাকি বেশি ঝামেলার ছিল। তিনটি দেশের ১৪০টি লোকেশনে হয়েছে ‘কুইন'-এর শুটিং। ছবিতে রানীর জার্নির সঙ্গী হবেন দর্শক।
পরিচালক বিকাশও জানান, ‘‘সত্যি খুব কঠিন ছিল ‘কুইন'-এর শুটিং পর্ব।" বিদেশের পর্ব ছেড়ে দেশে ফেরা যাক। লোকেশনের ক্ষেত্রে পুরনো দিল্লির কিছু জায়গা নিয়ে যথেষ্ট ফ্যাসিনেটেড ছিলেন বিকাশ। গল্পের কারণেই এমনটা, তা বোঝা যায়। লাজপত নগর, অলকনন্দা মার্কেট, দিল্লি হাট, গোল্ডেন ড্রাগন চাইনিজ রেস্তোরাঁ, সাকেত, দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাস এভাবেই উঠে এসেছে পরিচালকের ক্যামেরায়।
উল্লেখ্য, এ ছবিতে কঙ্গনার সঙ্গে অভিনয় করেছেন স্টানিং লিজা হেডেন। ‘লেগি ল্যাস' খ্যাত লিজা রানীর বন্ধুর ভূমিকায় আছেন এ ছবিতে, যে কিনা রানীকে সাহস ও আত্মবিশ্বাস জোগাবে। চরিত্রের নাম বিজয় লক্ষ্মী। ‘কুইন'-এ এছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, বিনয় সিং প্রমুখ।

No comments:

Post a Comment