সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, March 23, 2014

ছোট পর্দায় আগ্রহ সানির !

সানি লিওন। প্রথম দিকে কাজ করেছেন অ্যাডাল্ট মুভিতে। বলিউডে এসে অভিনয় করছেন হিন্দি চলচ্চিত্রে। ইতোমধ্যে তিনটি সিনেমা মুক্তিও পেয়েছে। প্রেক্ষাগৃহের চলচ্চিত্রগুলো এখনো টেলিভিশনে প্রচার হয়নি।
তবে বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও কাজ করার কথা জানালেন সানি লিওন। ছোট পর্দার মাধ্যমে তিনি পৌঁছে যেতে চান সবার ঘরে ঘরে।
নতুন চলচ্চিত্র ‘রাগিনী এমএমএস টু’র প্রচারে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছেন সানি। এ প্রচারাভিযানে তাকে জিজ্ঞেস করা হয়, টেলিভিশন ধারাবাহিকে কাজ করতে চান কিনা?
জবাবে সানি লিওন বলেন, কেউ যদি প্রস্তাব নিয়ে আসে তবে আমি ‘না’ বলব না। অবশ্যই অভিনয় করব।
এর আগে, সানি লিওন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জিসম টু’ টিভিতে প্রচারের সময় নতুন করে সেন্সর করার কথা ওঠে ভারতে।
সানি লিওনের সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন নিয়েও কোথাও কোথাও বিরোধিতা হচ্ছে এখনও।
এ বিষয়ে সানি বলেন, যারা সিনেমা দেখতে চান, তারা দেখবেন। যারা বিরুদ্ধে, তাদের দেখা উচিত নয়।
সূত্র- ইন্টারনেট

No comments:

Post a Comment