সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, March 23, 2014

আবার আসছেন শাকিরাঃ ফুটবল বিশ্বকাপে ‘ওয়াকা-ওয়াকা টু’ 'লা-লা-লা' (ভিডিও)

ফুটবল বিশ্বকাপে আবারো ফিরলেন শাকিরা। বিশ্বকাপ ঝড়ে পৃথিবী কাঁপাতে এবারো সরব হলেন হলিউডের এ পপ তারকা। গত বিশ্বকাপে 'ওয়াকা ওয়াকার’ ঝড়ের পর এই বিশ্বকাপের জন্য শাকিরা নিয়ে আসছেন 'লা লা লা'।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপে 'ওয়াকা ওয়াকা' দিয়ে মাতিয়েছেন শাকিরা। এবার গান গেয়েছেন ব্রাজিল বিশ্বকাপ ২০১৪-এর জন্য। জেনিফার লোপেজ-পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সং প্রকাশ করেছেন। সেই থিম সঙের নাম 'ইউ আর ওয়ান'। পিটবুল-ক্লদিয়া লিটে-জেনিফার লোপজের সেই গানটি মন জিতলেও শাকিরার 'ওয়াকা-ওয়াকা' জনপ্রিয়তার কাছাকাছি যেতে পারেনি। তাই নিজেই বিশ্বকাপের গান নিয়ে ফিরেছেন শাকিরা। ফিরে এলেন ‘ওয়াকা-ওয়াকা টু’এর ‘লা লা লা’-গানের মাধ্যমে।

No comments:

Post a Comment