সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, March 22, 2014

আবারও একসাথে শাহরুখ-ক্যাটরিনা

যশ চোপড়া পরিচালিত ‘জব তক হ্যায় জান’ ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহরুখ-ক্যাটরিনা।আবারও একই সাথে কাজ করতে জাচ্ছন এই জুটি। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ দেখা যাবে পরিচালক রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ ছবিতে।
কিছুদিন আগে খবরে ছিল এই ছবিতেই ফারহান আখতারকে সরিয়ে জায়গা করে নিয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। শাহরুখের বিপরীতে ক্যাটরিনা সাইন করায় রাহুলের ‘রইস’ ছবি এখন টক অফ দ্য টাউন।
রাহুলের বলেন, শাহরুখের পাশে কে হবে হিরোইন সেটা বেশ চিন্তার কারণ ছিল। প্রথেম দীপিকাকে নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু চেন্নাই এক্সপ্রেসের পর এই জুটিকে এত তাড়াতাড়ি আবার দর্শকদের সামনে আনতে চায়নি। তাই ক্যাটরিনার কথা ভাবা। আর ছবির চরিত্রের সঙ্গে ক্যাটরিনা বেশ মানিয়ে যায়৷
উল্লেখ্য, সব কিছু ঠিকঠাক চললে আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং।

No comments:

Post a Comment