সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, March 11, 2014

হৃদয়ের মুম্বাই দৌড়!

ইদানীং তরুণ মিউজিশিয়ানরা অনেকেই মুম্বাইয়ে ছুট দিচ্ছেন। একাধিক মিউজিক লেবেল লবিস্ট বা ডিরেক্টরের আমন্ত্রণে। এর আগে অর্ণব বেশ কিছু কাজের জন্য গেলেন। এবারে গিয়েছেন হৃদয় খান।
সেখানে পলক মুচাল, অরিজিত সিংসহ বেশ কজন শিল্পীর সাথে গান গাইবেন হৃদয়। নিজের ফেসবুকে এমন কথা লিখেই ছুট দিয়েছেন। তবে এখান থেকে বাংলাদেশের একজন ফিল্ম ডিরেক্টরের সহায়তায় এই মধ্যস্থতা হয়েছে বলে জানা যায়।
এদিকে হৃদয় খান জানিয়েছেন, একাধিক কাজের জন্যই মুম্বাই যাচ্ছি। এখনও চূড়ান্ত নই যে, কোন গান ভারতীয় কোন চলচ্চিত্রের জন্য রিলিজ হবে। তবে এখানে বেশ কিছু কম্পোজিশনের কাজ করব।
এদিকে এরই ভেতরে বেশ কিছু নতুন গান রিলিজ দিয়েছেন তিনি। নতুন কয়েকটি গান নিয়ে হৃদয়ের এই ক্যাম্পেইনের নাম 'ভালো লাগে না'।
উল্লেখ্য, হৃদয় খানের প্রথম এলবাম “হৃদয় মিক্স” বের হয় ২০০৮ সালে। তারপর থেকে তিনি বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীতে পরিণত হন। হৃদয় বাংলাদেশের সর্বকনিষ্ঠ সুরকার। হৃদয় খান একটি সঙ্গীত পরিবার হতে এসেছেন। তার বাবা রিপন খান বাংলাদেষের জিঙ্গেল কিং নামে পরিচিত।

No comments:

Post a Comment