আদালতের ওই নির্দেশের খবর পেয়ে পরিচালক সৌমিক ও প্রযোজক অনুভব সিনহা দেখা করেন বিচারপতি সচদেবের সাথে। বিচারপতিকে ছবিটির মুক্তির ছাড়পত্র দিতে অনুরোধ জানান তারা।
শেষে দীর্ঘ আলোচনার পর আদালত নির্দেশ দেন স্থগিতাদেশ তুলে দেওয়ার। তবে বাস্তবের গুলাবি গ্যাংয়ের প্রধান সম্পত পাল ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনে যে মামলা করেন সে বিতর্ক অবশ্য এখনো শেষ হয়নি। আজ সেই মামলার শুনানি হবে।
No comments:
Post a Comment