সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Monday, March 10, 2014

‘গুলাব গ্যাং’ মামলার শুনানি আজ!

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৭ মার্চ মুক্তি পেল সৌমিক সেনের পরিচালিত ছবি ‘গুলাব গ্যাং’। গত বুধবার ছবিটির মুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল দিল্লির উচ্চ আদালত।
আদালতের ওই নির্দেশের খবর পেয়ে পরিচালক সৌমিক ও প্রযোজক অনুভব সিনহা দেখা করেন বিচারপতি সচদেবের সাথে। বিচারপতিকে ছবিটির মুক্তির ছাড়পত্র দিতে অনুরোধ জানান তারা।

শেষে দীর্ঘ আলোচনার পর আদালত নির্দেশ দেন স্থগিতাদেশ তুলে দেওয়ার। তবে বাস্তবের গুলাবি গ্যাংয়ের প্রধান সম্পত পাল ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনে যে মামলা করেন সে বিতর্ক অবশ্য এখনো শেষ হয়নি। আজ সেই মামলার শুনানি হবে। 

No comments:

Post a Comment