সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Monday, March 10, 2014

‘রাজা হ্যান্ডসাম’ ছবিতে অপু


রাজা হ্যান্ডসাম ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। তা চূড়ান্ত হয় কিছুদিন আগেই। এবার চূড়ান্ত হলো রাজা হ্যান্ডসাম-এর নায়িকা। শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা থেকে জানা গেছে তা। ছবির পরিচালক বদিউল আলম জানান, রাজা হ্যান্ডসাম ছবির কাজ শুরু হবে এ মাসের শেষ দিকে।
অপু বলেন, ‘ছবির গল্প শুনেই আমি মুগ্ধ হয়েছি। অন্য রকম একটি গল্প; চুরি হওয়া হীরার নেকলেস উদ্ধার নিয়ে।’
অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন আহমেদ শরীফ। আরও আছেন মিশা সওদাগর। এখন গানের সুর ও সংগীত আয়োজন করছেন ফুয়াদ আল মুক্তাদির।

No comments:

Post a Comment