সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, March 2, 2014

সানি লিওনের নগ্ন গোসল (ভিডিও)

এবার সাপভর্তি পচা পানির পুকুরে নগ্ন হয়ে গোসল করলেন বলিউডের বহুল আলোচিত-সমালোচিত সাবেক পর্নো তারকা সানি লিওন। ভুষন প্যাটেলের পরিচালনায় ‘রাগিনী এমএমএস ২’ ছবির একটি ভয়ের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে সানিকে এই পচা পানিতে নামতে হয়েছে।
জানা গেছে, ‘রাগিনী এমএমএস ২’ ছবিটি এমনিতেই ভয়ের ছবি। তাই রাতের বেলা একটি ভয়ের দৃশ্যে সানিকে ওই পচা পানির পুকুরে নামতে হয়। ওই দৃশ্যে দেখা যায়, সানির পেছনে পেছনে তার প্রেমিকও পুকুরের জলে নেমে যায়।
ছবিতে ভয়ের ও গা শিউরানো আবহ আনতে শীতের মাঝে মধ্যরাতে শ্যুটিংয়ের আয়োজন করা হয়। আর এরজন্য বেছে নেয়া হয় মুম্বাই শহরতলি থেকে ১০০ কিলোমিটার দূরে ভাসাই এলাকার একটি পুকুরকে। শীতের দিন বলে এমনিতেই সেসময় পুকুরের পানি ছিলো ভয়াবহ ঠাণ্ডা, তার ওপর পচা গন্ধের কারণে সেটিতে নাকি নামতেই অসুবিধা হচ্ছিল সানির। তারপরও দৃশ্যের প্রয়োজনে পানিতে নামতে হয়েছে তাকে।
যদিও শ্যুটিং শেষ করেই দেরি করেননি তিনি। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে উঠে আসেন পাড়ে। আর তার পরেই অসুস্থ হয়ে পড়েন। এমনকি এর পরের দিন সানির শরীরে নাকি অ্যালার্জির সমস্যাও দেখা দেয়।
এ বিষয়ে সানি বলেন, ‘আমি ওই পুকুরে মরা মাছ ভাসতে দেখেছি। জলটা খুব নোংরা ছিলো। ওখানে আমি নরকের মতোই ভয় পাচ্ছিলাম।

No comments:

Post a Comment

উপরে