বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পূজা বরাবরই বেছে বেছে গান করতে ভালোবাসেন। আর সেইভাবেই নিজের ক্যারিয়ার সাজিয়েছেন। তবে এবার জানালেন সঙ্গীত ভুবনে প্রবেশের পর অনেক ঠকতে হয়েছে এই তারকাকে।
গেল ভালোবাসা দিবসে দুটি মিক্সড অ্যালবামে দুটি দ্বৈত গান মুক্তি পেয়েছে তার। তবে সাম্প্রতিক সময়ের এই দ্বৈত গানের ঝড়ে নিজে গান বাছাই করে পছন্দ হলেই তবে গান রেকর্ডিংয়ে যান তিনি। এরপরও বিভিন্ন সময়ে প্রোডাকশন হাউজ থেকে দ্বৈত গানের জন্য অনুরোধ আসে।
পূজা এ প্রসঙ্গে বলেন, "আসলে অনেক সময় অডিও লেবেল কোম্পানি থেকে নানা ধরনের অনুরোধ আসে। আনকোরা কোনো শিল্পীর সাথে ডুয়েট গানের ক্ষেত্রে তাই আমি কিছুটা সময় নিই। কারণ অনেক ঠকে আজকের এই অবস্থানে আসতে হয়েছে।"
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানের ইন্টারভিউতে কণ্ঠশিল্পী পূজা অনেকটা আক্ষেপ করেই বলেন, "আমি আমার প্রথম অ্যালবাম থেকে ঠকেই শিখেছি। আমি নাম বলতে চাই না। অনেকেই তাকে চেনেন। তবে এটুকু বলব, আমার প্রথম অ্যালবামের সুরকার আর্থিকসহ নানা দিকে প্রতারণা করেছেন। ইন্ডাস্ট্রিতে নতুন কেউ এলে তার পক্ষে আসলে ভালো-মন্দ চেনাটা খুব কঠিন হয়ে পড়ে। এ কারণে এ রকম প্রতারকদের কাছ থেকে দূরে থাকার অনুরোধ করব আমি।"
No comments:
Post a Comment