সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, March 11, 2014

শততম পর্বে ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’

শততম পর্বে পদার্পন করছে এটিএন বাংলা’র প্রচার চলতি অনুষ্ঠান ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’। শোবিজের খবরাখবর নিয়ে প্রচারিত এ অনুষ্ঠানটির ১০০তম পর্ব প্রচার হবে আগামীকাল (১২ মার্চ) বিকাল ৪টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন রুমানা আফরোজ।
শততম পর্ব প্রচার উপলক্ষে বিশেষ ভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ১০০ পর্বে শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের আরও থাকছে দেশ বরেণ্য তারকা শিল্পীদের শুভেচ্ছা। শোবিজ ওয়ার্ল্ডকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, অভিনেতা নির্মাতা আফজাল হোসেন, চিত্রনায়ক শাকিব খান, বাপ্পা রাজ, অনন্ত, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে। থাকছে চিত্রনায়ক রাজ রাজ্জাক এর বায়োগ্রাফি। নিয়মিতভাবে শোবিজ ওয়ার্ল্ডের প্রতি পর্বে মিউজিক ভিডিও প্রচার করা হলেও ১০০তম পর্বে ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে আসবেন ব্যান্ডদল মাইলস।
উল্লেখ্য, বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন দিয়ে সাজানো হয়ে থাকে লাক্স শোবিজ ওয়ার্ল্ড অনুষ্ঠানটি।

No comments:

Post a Comment