বলিউড মানেই এই ঝগড়া এই বন্ধুত্ব। সব কিছুকে ছাপিয়ে আবারও একে অপরের বন্ধু হয়ে গেলেন দুজন। ঝগড়াঝাঁটি, কাদা ছোঁড়া ছুঁড়ি এমনকি গালিগালাজ ও বাদ রাখেননি। তারপরই হঠাত সব মিটমাট৷ কার কথা বলছি ঠিক বুঝলেন না তো? শার্লিন চোপড়া ও কামসূত্র থ্রিডির পরিচালক রুপেশ পল এখন বেশ খোশমেজাজেই আছেন।
দুজনের এখন বেশ ভালোই বন্ধুত্ব। আর দুজনে মিলেই ঠিক করেছেন সিনেমার কিছু টেকনিশিয়ানের উপরেই সব দোষ চাপাবেন, অনেকটা ওই যত দোষ, নন্দ ঘোষের মত ব্যাপার স্যাপার।
রুপেশ জানিয়েছেন এই টেকনিশিয়ানদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিনি, কারণ শার্লিন ও তার মাঝে ঝামেলা বাধানোর জন্য এরাই নাকি দায়ী। যদিও শার্লিনের যে অভিযোগ ছিল তাতে আদতেও টেকনিশিয়ান কোনো ভুল ছিল কী?
শার্লিন বলেছিলেন, কামসূত্র থ্রডির শ্যুটিং চলাকালীন লাকি রুপেশ তাকে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য জোর করেন, তিনি সেটি নাকচ করে দেয়ায় রুপেশ তার বিরুদ্ধে মিথ্যা রটনা করে বেড়াচ্ছেন।
তবে এতসব কিছুর পর আবার বন্ধুত্ব! তবে কি এখন যৌন সঙ্গমে লিপ্ত হতে রাজি হয়েছেন শার্লিন? সবই সম্ভব বলিউডের মতো জায়গায়।
No comments:
Post a Comment