বহুল আলোচিত ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও শাহেদ নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন। নাটকটির নাম দেয়া হয়েছে ‘লাস্ট সেভেন ডেইজ’।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যেহেতু নিজেই এখন নাট্যপরিচালক তাই অন্যের নির্দেশনায় কাজ করতে গেলে তিনি একটু ভেবে চিন্তে কাজ করেন। ভাবনার শুরুতেই যে বিষয়টি স্থান পায় তা হচ্ছে গল্পটি হতে হবে ভিন্ন এবং তার পরপরই চরিত্রটিও হতে হয় অভিনয় করতে পারার মতো কিছু একটা।
পরিচালক সকাল আহমেদ শাহেদের বর্তমান এ বিষয়টি অবগত। আর তাই শফিকুর রহমান শান্তনুর একটি ভিন্ন গল্প এবং চরিত্র যখনই হাতে পেলেন তখনই শাহেদকে নিয়ে নাটক নির্মাণের কথা ভাবলেন। তার বিপরীতে কাস্ট করলেন প্রভাকে। এ নাটকে শাহেদ এবং প্রভা স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে শাহেদ বলেন , ‘আমি কাজটি করে ভীষণ তৃপ্ত। প্রভার সঙ্গে নতুন এ নাটকটি দর্শকের ভালো লাগবে।’
প্রভা বলেন, ‘সবসময়ই শাহেদ ভাই আমার কাছে স্মার্ট একজন অভিনেতা। তার ভেতরে অভিনয় খেলা করে। যে কারণে তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি সব সময়ই নতুন কিছু শেখার চেষ্টা করি।’
শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
No comments:
Post a Comment