টানা ৪২ দিন শুটিং শেষে সম্প্রতি ক্যামেরা ক্লোজ হয়েছে রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’সিনেমার। দুটি গানের কিছু কাজ ছাড়া পুরো শুটিংয়ের কাজই শেষ বলে জানালেন পরিচালক।
‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমাটিতে অভিনয় করেছেন জায়েদ খান, জাকিয়া বারি মম ও আনিসুর রহমান মিলন।
এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে নাম লিখিয়েছেন মম। মম বলেন,‘বাণিজ্যিক ছবিতে অভিনয় করা আসলেই কষ্টসাধ্য। আমি চেষ্টা করেছি দর্শক চাহিদার শতভাগ পূর্ণ করতে। বাকিটা নির্ভর করছে সময়ের ওপর। আশা করছি দর্শকরা হতাশ হবেন না।’
আনিসুর রহমান মিলন বলেন, মূলত মম’র সবকিছুর মধ্যেই একটা ফিল্মিক বিষয় আছে যা আরো অনেক আগেই তার কাজে লাগানো উচিত ছিলো বলে আমি মনে করি। অনেকত দেরিতে হলেও আবারো তিনি নতুন ছবিতে কাজ করছেন, এটা চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ। আশা করি, মম অনেক চ্যালেঞ্জ নিয়েই এখন নিয়মিত হবেন চলচ্চিত্রে। সেই সাথে পরিচালক রকিবুল আলম রকিবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে, এত চমতকার গল্পের একটি অসাধারণ চরিত্রে আমাকে কাজ করার সুযোগ দেবার জন্য।’
No comments:
Post a Comment