সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Tuesday, March 4, 2014

বড়পর্দায় স্থায়ী হচ্ছেন ফারাহ রুমা!

বড়পর্দায় আবারও দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারাহ রুমাকে। ক্যারিয়ারের শুরুতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন অনেকদিন। তারপর বিজ্ঞাপনচিত্র ও র‍্যাম্প মডেলিং তাঁকে পরিচিতি এনে দেয়। বর্তমানে তিনি পুরোদমে অভিনয়শিল্পী।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন ফারাহ রুমা। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’। শীঘ্রই ক্যারিয়ারের দ্বিতীয় বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে ফারাহ রুমা সংবাদমাধ্যমকে বলেন, "এ মাসেই আমি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করব। তবে শুটিং শুরু না হাওয়া পর্যন্ত আমি ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না।"
নাটকের অভিনয় নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয় ফারাহ রুমাকে। এবারের ভালোবাসা দিবসে তাঁর অভিনীত দুটি নাটক ‘টানাপোড়েন’ এবং ‘অবাস্তব বাস্তব’ দর্শকপ্রিয়তা পেয়েছে। এই মুহূর্তে তিনি ব্যস্ত সময় পার করছেন আগামী ঈদ উপলক্ষে নির্মিতব্য একক নাটকের কাজ নিয়ে।

No comments:

Post a Comment