শুটিংয়ের ফাঁকে সময় বের করে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে শ্রীলঙ্কায় তিনদিন ছুটি কাটিয়ে ভারত ফিরলেন ক্যাটরিনা কাইফ।
বর্তমানে হৃত্বিক রোশানের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা। অন্যদিকে আনুশকা শর্মার সঙ্গে শ্রীলঙ্কায় ‘বম্বে ভেলভেট’ সিনেমার শুটিং করছেন রণবীর।
মিড ডে জানায়, ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ের ফাঁকে অবসর সময়টুকু দিল্লির হোটেলে না কাটিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কায় অভিসারে যান ক্যাট।
দিল্লি থেকে ১ মার্চ কলোম্বোতে উড়ে যান ক্যাট। তিনদিন সেখানে থেকে ৪ মার্চ শুটিংয়ে ফিরে আসেন। এর আগেও একবার ছুটি কাটাতে শ্রীলঙ্কা গিয়েছিলেন রণবীর-ক্যাট।
প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে টিনসেলে রণবীর-ক্যাটকে নিয়ে জল্পনা কল্পনার সূত্রপাত হয়। যদিও দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
২০১৩ সালের অগাস্ট মাসে একটি ট্যাবলয়েড রণবীর-ক্যাটের স্পেনে অবকাশ কাটানোর কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করলে তাদের সম্পর্কের বিষয়টি উঠে আসে আলোচনায়। এরপরও তারা নিজেদের সম্পর্কের বিষয় অস্বীকার করে একই সঙ্গে বেশ কিছু জায়গায় ছুটি কাটাতে গেছেন। ২০১৪-এর নববর্ষ পালন করতেও নিউ ইয়র্ক গিয়েছিলেন ওই জুটি।
একসঙ্গে নিউ ইয়র্ক গেলেও সেখান থেকে একসঙ্গে ফেরা হয়নি তাদের। ঝগড়ার কারণে দুজনের মধ্যেই কথা বলা বন্ধ হয়ে যায়। এমনকি ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিংয়ের সময়ও কেউ কারও সঙ্গে কথা বলেননি। তবে তাদের সম্পর্কের উষ্ণতা ফিরে এসেছে। আর তাই নতুন করে একে অপরের সঙ্গে সময় কাটাতে ক্যাটের শ্রীলঙ্কা ছুটে যাওয়া।
কিন্তু সেখানেও বিতর্ক! বিতর্ক যেন তাদের একে অপরের সমাথর্ক শব্দ৷ বলিউডি তারকারা কন্ট্রোভারসিতে না জড়ালে যেন তাদের পেটের ভাত হজম হয় না৷ আর তা যদি বেড়িয়ে আসে জনসমক্ষে, তাহলে তো আর কথাই নেই৷ ঘটনা ফুলে ফেঁপে একেবারে ঢোল৷ বলিউডি তারকারা অবশ্য এই ধরনের বিতর্ক গায়ে মাখেন না৷ এটা তাদের উপরে ওঠার সিঁড়ি৷ অনেকটা গুরু ছবির সেই ডায়লগটার মত, ‘আগর লোগ তুমহারে পিঠ পিছে বুরাই করে তো সমাঝনা কে তরক্কি কর রহে হো’৷ তার উপর যদি সেই বিতর্ক হয় ছবি, তবে তা ছিঁবড়ে হতে বেশি সময় লাগে না৷ তেমনই কিছু বিতর্কিত ছবি বহুল প্রচলিত৷
সিদ্ধার্থ মালিয়া ও ক্যাটরিনা কাইফেই এই ছবি বিতর্কের ঝড় তুলেছে৷ ছবিতে দু’জনেই বেশ ঘনিষ্ট৷ তবে, সিদ্ধার্থের হাত ক্যাটরিনারে ওখানে (টপের ভিতর) কেন?
No comments:
Post a Comment