সাম্প্রতিককালের বহুল আলোচিত-সমালোচিত ‘গুন্ডে’ ছবির মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন প্রিয়াংকা ও রণবীর সিং। এখানে বেশ কিছু দৃশ্যে ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হন তারা। এমনকি একটি অতি ঘনিষ্ট যৌন দৃশ্যেও তারা কাজ করেন। যদিও সে দৃশ্যটি পরে ছবিতে আর রাখা হয়নি। দীর্ঘ এ দৃশ্যটি ইউটিউবে প্রকাশ হয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
এদিকে পর্দার এ জুটি এবার বাস্তবেও প্রেমলীলায় মজেছেন বলে খবর রটেছে। এমন গুঞ্জনই এখন ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়। যদিও নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব বলেই সবাইকে জানাচ্ছেন প্রিয়াঙ্কা ও রণবীর। কিন্তু ইদানিং তাদের ঘনিষ্ঠতা বন্ধুত্বকে ছাড়িয়ে গেছে, এমনটাই বলছেন অনেকে। কারণ বেশ কিছু স্পটে ডেটিং করতে দেখা গেছে তাদের। এমনকি ‘গুন্ডে’ ছবির প্রচারণার সময় প্রতিবারই একসঙ্গে হাজির হতে দেখা গেছে রণবীর ও প্রিয়াঙ্কাকে।
একটি ডিসকো বারেও একসঙ্গে আবিষ্কার করা হয়েছে প্রিয়াঙ্কা ও রণবীরকে। এখানে অনেকটা হিজাব ধাঁচের পোশাক পরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা; যেন তাকে কেউ চিনতে না পারে। কিন্তু মিডিয়াকে পাশ কাটাতে পারেননি তিনি। এক বন্ধুর ডাকে এখানে হাজির হয়েছিলেন বলে পরে মিডিয়াকে জানিয়েছেন প্রিয়াঙ্কা। যদিও সেখানে রণবীর ও প্রিয়াঙ্কাকে ঘনিষ্ঠভাবে নৃত্যরত অবস্থায় পাওয়া গেছে।
No comments:
Post a Comment