সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, March 9, 2014

ববির অশ্লীল ভিডিও ফাঁস-খবরে মিডিয়ায় তোলপাড়

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ববির অশ্লীল ভিডিও ফাঁস হয়েছে। প্রথমে ইউটিউবে এ ভিডিও পাওয়া গেলেও কয়েক ঘন্টার মধ্যে পরে তা তুলে দেয়া হয়। 

এ নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন চলছে, ইউটিউবে প্রকাশিত ভিডিওটি ববিরই। যদিও এ নিয়ে দ্বৈতমত আছে। কারণ এ বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায় নি। 

বেশ কিছুদিন ধরেই ঢালিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছিল ববির নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছিল পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। ববির সঙ্গে চলছে সেই পরিচালকের গোপন ডেটিংও। এখন প্রকাশ্যেই তাদের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। বিশেষ এ সম্পর্কের কারণেই ‘দেহরক্ষী’ ছবিতে ববিকে ব্রেক দেয় ইফতেখার। 

ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। ছবিটি ব্যাপক সফলতা পায়। এরপর ইফতেখার ববিকে ফিরিয়ে আনেন শাকিব খানের সঙ্গে জুটি করে। ছবির নাম রাজত্ব।

No comments:

Post a Comment

উপরে