সম্প্রতি স্বস্থিকার একটি প্রায় নগ্ন ভিডিও দেখে চলচ্চিত্র দর্শকরা যারপরনাই থ বনে গেছেন।’নায়িকারা যতই বলুক কাহিনীর প্রয়োজনে তার পরও খোলামেলার একটা সীমা থাকা উচিত’ বলে মন্তব্য এবং সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে । সস্তা জনপ্রিয়তা কামাতে ডাকসাইটে নায়িকাদের এমন আচরণ প্রশ্নবিদ্ধ করেছে সবাইকে ।ইতমধ্যে ইউটিউব সহ বিভিন্ন সাইটে আরেকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পরেছে ,যেখানে কলকাতার সিনিয়র জনপ্রিয় নায়িকা দেবশ্রীর প্রায় নগ্ন হয়ে অভিনয়ের দৃশ্য রয়েছে।যাতে প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছুই দেখানো হয়েছে।
No comments:
Post a Comment