সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Sunday, March 9, 2014

স্বল্প বসনে তসলিমা নাসরিন

‘দুঃসহবাস’ নামে কলকাতার নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নাটকটি পরিচালনা করেছেন সুশান্ত বসু। অভিনয় ছাড়াও নতুন আরেক কীর্তি বেরিয়েছে তসলিমা নাসরিনের। আর তা হল- সম্প্রতি তাকে স্বল্প বসনে অনলাইনে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সব জায়গায়।
ধারণা করা হচ্ছে, ছবিটি তসলিমা অভিনীত ধারাবাহিক নাটকের। অনেকে বলছেন এবার অভিনয় করেই নিজের শরীর দেখাবেন এই লেখিকা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, “বিতর্ককে উসকে দিতেই তসলিমা সুশান্তের সাথে এক হয়ে এমন শরীরি প্রদর্শন চালাচ্ছেন।”
তসলিমা নাসরিন অভিনীত এই ধারাবাহিকটি শিগগিরই কলকাতার একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment