সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Saturday, March 8, 2014

Maks in American Apparel ads :: আমেরিকান অ্যাপারেল-এর বিজ্ঞাপনে বাংলাদেশি বংশোদ্ভূত নারী মডেলের অর্ধনগ্ন ছবি

জনৈক বাংলাদেশি বংশোদ্ভূত নারী মডেলের অর্ধনগ্ন ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে আমেরিকান অ্যাপারেল নামে যুক্তরাষ্ট্রের একটি পোশাক প্রতিষ্ঠান। তার নগ্ন বুকজোড়ায় বড় বড় অক্ষরে লেখা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। এটি ওই প্রতিষ্ঠানের জিন্স প্যান্টের বিজ্ঞাপন। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে পোশাক উতপাদন, সরবরাহ ও খুচরা বিক্রি করে থাকে।
আমেরিকান অ্যাপারেলের এই ন্যক্কারজনক ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এ ধরণের বিজ্ঞাপনের মাধ্যমে আমেরিকান অ্যাপারেল বাংলাদেশের মর্যাদায় পদাঘাত করেছে বলে সরব হয়ে উঠেছেন বাংলাদেশিরা। রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ জানানোর দাবিও তুলেছেন কেউ কেউ।
বিতর্কিত সে মডেলের নাম ‘ম্যাকস’। তার বাবা-মা বাংলাদেশি, সুতরাং জন্মসূত্রে তিনিও তাই। যদিও এ মুহূর্তে তিনি বিশেষ কোনো জাতিসত্তায় বিশ্বাসী নন বলে উল্লেখ করা হয়েছে।
খুব ছোটবেলায় যুক্তরাষ্ট্রে এসে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে তার জীবনধারায় এবং ভাবনায় পরিবর্তন আসে। ছোটবেলা থেকে শুরু করে হাইস্কুল পর্যন্ত ইসলামি অনুশাসন মেনে চলতেন তিনি। এরপর হঠাত ধর্ম, জাতিসত্তা, পোশাক সবকিছু সম্পর্কেই তার ভাবনাচিন্তায় আমূল পরিবর্তন আসে। তার ভাষ্যমতে তিনি আমেরিকানও নন, বাংলাদেশিও নন। তিনি কোনো সামাজিক বন্ধন, অনুশাসন, প্রথা মানেন না এবং মানুষ কোন সমাজের এ সব বেঁধে দেয়া প্রথায় ধরা পড়তে পারে- এটা স্বীকার করেন না। এমন অর্ধনগ্ন হয়ে মডেলিং করা তার এক বিচিত্র প্রতিবাদ বলে মন্তব্য করছেন অ্যামেরিকান অ্যাপারেল সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment