আশিকি-২ খ্যাত নায়ক আদিত্য রয় কাপুর এবং পরিণীতা চোপড়ার মাঝে ক্রমশ বাড়ছে ঘনিষ্ঠতা। এবং ব্যাপারটা নিয়ে কোনো গোপনীয়তা রাখারও প্রয়োজন অনুভব করছেন না তারা। হাবিব ফয়সালের একটি ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের এই আন্তরিকতার শুরু বলে জানা গেছে।
জানা গেছে, আদিত্য এবং পরিণীতা একে অপরের সঙ্গ খুব উপভোগ করছেন। শ্যুটিংয়ের সময় এবং এর বাইরেও তারা পরস্পরকে সময় দেওয়ারও চেষ্টা করছেন। তবে এই ঘটনা হয়তো ভ্রু কুঁচকে দিতে পারে ‘আশিকি-২’ এর অপর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। ছবিপাড়ায় জনশ্রুতি আছে, শ্রদ্ধার সাথেও আদিত্যের রসায়ন বেশ চটকদার।
ঘটনাচক্রে ‘হাসি তো ফাসি’ চবির প্রমোশনের সময় আদিত্যের নাম উল্লেখ করেন পরিণীতা বলিউডের ইয়ং ট্যালেন্ট হিসেবে। এবং এসময় তিনি আদিত্যের উজ্জ্বল ভবিষ্যতের কথাও বলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
No comments:
Post a Comment