সুস্থ ও সুন্দর থাকার ৪টি সহজ উপায় ডাক্তার হতে চেয়েছিলেন মীম ! ‘The Tunnel of Love’ :: যেখানে প্রকৃতি ও ভালোবাসা মিশেছে নান্দনিকতায় দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য তিশার প্রেম..., ব্যক্তিগত জীবনসহ নানা কথা ... শ্যামলী প্রেক্ষাগৃহ আবার চালু হচ্ছে ফিরছেন বিদ্যা!

Wednesday, March 5, 2014

বাংলাদেশেও মাধুরীর মতো নায়িকা আছেন

এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় আসেন বলিউডের পরিচালক ও অভিনেতা ফারহান আখতার। গত রোববার তিনি উপস্থিত ছিলেন মিরপুর স্টেডিয়ামে। দেখেছেন ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা। মাঝে কথা বলেছেন টিভির ধারাভাষ্যকারদের সঙ্গেও। এসবের মাঝেই দেখা হয়ে যায় দুই আখতারের। একজন বলিউডের গেল বছরের সেরা অভিনেতা ফারহান আখতার। অন্যজন আমাদের শোবিজের মিষ্টিমুখ শামীমা আখতার। দুজনায় শোবিজ অঙ্গনের নানান অঙ্গনে বিচরণ করেই নিজের মেধাকে প্রতিষ্ঠা করেছেন।
ফারহান আখতার, শামীমা আখতারকে দেখে বলেন বাংলাদেশেও দেখছি মাধুরীর মতো নায়িকা আছেন। শোবিজ অঙ্গনের এই প্রখ্যাত নিউজ প্রেজেন্টার, নাট্য নির্মাতা শামীমা আখতারকে অবশ্য অনেকেই মাধুরী বলেই সম্বোধন করেন। এরপর পারস্পরিক কুশল বিনিময় নিয়ে ক্রিকেট ও দুজনার আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রসঙ্গ।
উল্লেখ্য, ফারহান তাঁর অভিনয়জীবন শুরু করেন রক অন (২০০৮) ছবির মধ্য দিয়ে। এই ছবিতে তিনি গানও গেয়েছেন। তাঁর পরিচালিত প্রথম ছবি দিল চাহতা হ্যায় (২০০১)। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার, ফিল্মফেয়ার পুরস্কার পাঁচবার। এবার তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ভাগ মিলখা ভাগ ছবির জন্য। ছবিতে তিনি মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি শাদি কে সাইড ইফেক্টস।

No comments:

Post a Comment